ভারতীয় ক্রিকেট

ভারতের যুবাদের সঙ্গে বিশ্বকাপে যাচ্ছেন লক্ষ্মণ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:22 রবিবার, 05 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ১৩ ডিসেম্বর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। এনসিএ’র প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে ভারত অনূর্ধ্ব-১৯ দলেল সঙ্গে যাবেন ভারতের সাবেক এই ক্রিকেটার। 

শনিবার কলকাতায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও পুরোটা সময় দলের সঙ্গে থাকবেন না লক্ষ্মণ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর বদলি হিসেবে এনসিএ’র দায়িত্ব দেয়া হয়েছে লক্ষ্মণকে।

ভারতের সাবেক এই ব্যাটারকে নিয়োগ দেয়া প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘লক্ষ্মণ ইতোমধ্যে চুক্তিতে স্বাক্ষর করেছে। ১৩ ডিসেম্বর থেকে সে বেঙ্গালুরুতে যোগ দেবে।’

এদিকে একাডেমির বোলিং কোচ করা হয়েছে ট্রয় কলিকে। ভারতের ভবিষ্যত পেসারদের তৈরি করতে কাজ করবেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সাবেক এই কোচ।

যুব দলের প্রধান কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজে যেতে পারেন রিতিকেশ কানিতকার এবং সিতাংশু কোতাকের যে কোনো একজন। দক্ষিণ আফ্রিকা সফরে ভারত ‘এ’ দলের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন কোতাক। বিভিন্ন ফরম্যাটের ২০ ক্রিকেটারকে পাঠানো হয়েছে প্রোটিয়া সফরে।