অ্যাশেজ সিরিজ

আমরাই অ্যাশেজে সবচেয়ে বাজে প্রস্তুতি নেয়া ইংল্যান্ড দল: ব্রড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:55 রবিবার, 05 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজ সিরিজের আগে বরাবরই চলতে থাকে দুই দেশের ক্রিকেটার এবং সাবেক ক্রিকেটারদের কথার লড়াই। এবারের অ্যাশেজের আগেও হচ্ছে না কোনো ব্যতিক্রম। তবে কথার লড়াইয়ে সাধারণত ক্রিকেটাররা এগিয়ে রাখে তার নিজের দলকে। ব্যতিক্রম দেখা গেল স্টুয়ার্ট ব্রডের কথায়। অস্ট্রেলিয়াকে সরাসরি এগিয়ে না রাখলেও, মাঠের লড়াইয়ে নামার আগে ইংল্যান্ড দলের প্রস্তুতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি কাফ ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন ব্রড। বৃষ্টি বাধা দেয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তেমন সুবিধা করতে পারেননি তিনি বা তার দল। আর তাই ব্রিসবেন টেস্টের আগে তেমন প্রস্তুতিই নেয়া হয়নি ইংলিশদের।

ডেইলি মেইলের কলামে ব্রড লেখেন, 'আমি কাফ ইনজুরি কাটিয়ে উঠেছি। এই ব্যাপারটি আমরা আসলে অস্বীকার করতে পারি না, আমরাই সম্ভবত সবচেয়ে বাজে প্রস্তুতি নেয়া ইংল্যান্ড দল যারা অস্ট্রেলিয়ায় ভ্রমণ করছে। প্রস্তুতি ম্যাচেও আমরা বৃষ্টির বাঁধায় পড়ি। সেখানে আমাদের ব্যাটাররা মাত্র ৮ বল খেলতে পেরেছে। বোলাররা মাত্র দশ ওভার বোলিং করতে পেরেছে।'

কোভিড-১৯ এর ভয়াবহতায় গত বছরের বেশিরভাগ সময় মাঠে গড়ায়নি ক্রিকেট। এরপর খেলায় ফিরলেও তাতে মানসিকভাবে বাড়তি শ্রম দিতে হয়েছে ক্রিকেটারদের। জৈব সুরক্ষা বলয়ের মতো কঠিন পরিস্থিতির মাঝ দিয়ে এগিয়ে যেতে হচ্ছে ক্রিকেটারদের।

এতে মানসিক চাপ তো আছেই। তাছাড়াও ক্রিকেট থেকে লম্বা বিরতিতে চলে যাওয়ায় ক্রিকেটারদের প্রস্তুতিতেও দেখা গেছে ঘাটটি। স্বাভাবিকভাবে খেলা চলতে থাকলে যে অবস্থায় থাকতেন ক্রিকেটাররা, সেটার থেকে একটু হলেও পিছিয়ে আছে তারা- মনে করিয়ে দিলেন দেশের হয়ে শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলা ব্রড।

তিনি আরও লেখেন, 'বোলার হিসেবে আমরা সর্বনিম্ন প্রস্তুতি নিয়ে এসেছি। শারিরিকভাবে আমরা অবশ্য অ্যাশেজের জন্য ফিট। যদিও আমার মনে হয় না যে আমাদের দুই দলের কেউ এতোটা ফিট, যেখানে আমাদের থাকার কথা ছিল। কোভিডের সময়ে আমরা যতটুকুই নিজেদের ফিট রাখতে পারি ততই ভালো।'

৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় শুরু হচ্ছে এবারের অ্যাশেজের প্রথম টেস্ট। এই ম্যাচ উপলক্ষে ইতোমধ্যেই একাদশ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার নব্য টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।