বাংলাদেশ-পাকিস্তান

৩০ মিনিটেই শেষ দ্বিতীয় দিনের খেলা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 09:40 রবিবার, 05 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়েছিল ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিন সকাল সাড়ে ৯ টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি খেলা। ১২ টা ৫০ মিনিটে খেলা শুরু হলেও ৩০ মিনিটের বেশি খেলা চালানো যায়নি। বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় শেষ করা হয়েছে দ্বিতীয় দিনের খেলা।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়তে শুরু হয়েছে বাংলাদেশে। ফলে নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের দ্বিতীয় দিন। প্রথম সেশন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় সেশন শুরুর ১০ মিনিট পর শুরু হয় খেলা। কিন্তু মাত্র ৩০ মিনিট খেলা হওয়ার পর আবারও বৃষ্টির বাঁধায় পড়ে ঢাকা টেস্ট।

খেলা বন্ধ হওয়ার আগে খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। ১৬১ রানে ব্যাটিং করতে নামা পাকিস্তানের সংগ্রহ তখন ২ উইকেটে ১৮৮ রান। আজহার আলী ৫২ এবং বাবর আজম ৭১ রানে ক্রিজে অপরাজিত আছেন। 

দ্বিতীয় দিন আধা ঘণ্টা আগে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে প্রথম সেশন পুরোটাই ভেস্তে যায় বৃষ্টিতে। মাঠ খেলার উপযোগী না হওয়ায় ১২টার পরিবর্তে সাড়ে ১১টায় লাঞ্চ ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। তৃতীয় দিন খেলা শুরু হবে সকাল সাড়ে ৯ টায়।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান (১ম ইনিংস)- ১৮৮/২ (ওভার ৬৩.২) (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫২*, বাবর ৭১*; তাইজুল ২/৪৯)