টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্টের অপেক্ষায় বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:31 শনিবার, 04 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে বাংলাদেশ। সুপার টুয়েলভে জায়গা করে নিলেও কোনো ম্যাচেই জিততে পারেনি বাংলাদেশ। এই বিশ্ব আসরে বাংলাদেশের এমন পারফরম্যান্সের কারণ খুঁজে বের করতে কমিটি করা হয়েছে।

তাদের দেয়া তদন্ত রিপোর্ট হাতে পেলেই নিজদের কাজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই রিপোর্ট হাতে পেলে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদমাধ্যমকে তিনি নিজেই একথা বলেছেন।

যেভাবেই হোক দলের মধ্যে কি সমস্যা চলছে সেটা বের করা প্রয়োজন বলে মনে করেন তিনি। বাংলাদেশ দলের এমন বাজে খেলা আগে দেখেননি বলেও মন্তব্য করেছেন বিসিবি সভাপতি। কোনো সমস্যা রয়েছে বলেই দলের এমন পারফরম্যান্স তা একপ্রকাশ নিশ্চিত পাপন।

তিনি বলেন, ‘আমি গত ৮ বছরে বাংলাদেশ দলের যতগুলো খেলা দেখেছি এত বাজে খেলা দেখিনি। হারা জেতা ব্যাপার না, ক্রিকেটে একটা দল হারবে একটা দল জিতবে। কিন্তু এমন বাজে পারফরম্যান্স আমি দেখিনি। নিশ্চয়ই কোনো সমস্যা তো আছে। সমস্যাটা তো জানতে হবে। তা না হলে সমাধান দিবো কীভাবে?’ 

প্রাথমিকভাবে বিসিবি সভাপতিকে জানানো হয়েছে বড় কোনো সমস্যা নেই। যদিও তদন্তে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে বলেও নিশ্চিত করেছেন তিনি। যদিও প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে কোনো সমস্যা নেই বলে মনে করেন তিনি।

পাপনের ভাষ্য, 'কমিটিতে আমাদের জালাল ভাই ও সিরাজ ভাই ছিলেন, দুজনই আমাদের বোর্ডের অন্যতম অভিজ্ঞ সদস্য। আমাদের ইচ্ছা হল স্বাধীন ভাবে জানতে চেয়েছি যে বিশ্বকাপে কি হয়েছে। তারা এখনও রিপোর্ট দেননি। কিন্তু ইনফরমালি যা জানতে পেরেছি তা হল আহামরি কিছু তারা পাননি। এটাতে আমি অবাক নই। জানতাম এমনটাই হবে। কারণ এগুলোতে কেমন কিছু বের হবে না। তবে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার পাওয়া গেছে। তবে এগুলো কোচ সংক্রান্ত কিছু না।’

‘আমাদের তদন্ত কমিটি যেদিন রিপোর্ট দেবে, এরপরই আমি বসতে চাই ক্রিকেটারদের সাথে। অনেক টি-টোয়েন্টি ক্রিকেটারই কিন্তু যাচ্ছে না নিউজিল্যান্ড সফরের টেস্ট খেলতে। আমরা এখনো অপেক্ষা করছি রিপোর্টের জন্য। বিশ্বকাপের পারফরম্যান্সের কারণেই আপনারা এই প্রশ্ন গুলো করছেন। বিশ্বকাপের আগে যে সিরিজগুলো হয়েছে তখন কিন্তু আপনারা এই প্রশ্নগুলো করেননি।’