ভারত - বাংলাদেশ সিরিজ

ভারতে অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশের যুবারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:16 শনিবার, 04 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জানুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে ভারতে তিন দলের যুব ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে খেলা সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

প্রাথমিক পর্বের শেষ ম্যাচ পরিত্যক্ত হলেও অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশের যুবারা। যেখানে রাকিবুল হাসানের দলের প্রতিপক্ষ এক ম্যাচ জিতে ৬ পয়েন্ট অর্জন করা ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল।

সিরিজের প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশের যুবারা। প্রাথমিক পর্বের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে দাপট দেখায় সফরকারীরা। ভারত অনূর্ধ্ব -১৯ ‘বি’ দলকে ১১৩ রানের বড় ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।

দ্বিতীয় ম্যাচের জয়টি ছিল আরও শ্বাসরুদ্ধকর। শেষ ওভারের রোমাঞ্চে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে মাত্র ৬ রানের জয় পেয়েছিল রাকিবুলের দল। যেখানে আগে ব্যাটিং করে সেঞ্চুরি করেছিলেন প্রান্তিক নওরোজ নাবিল।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের শেষ ম্যাচ খেলার কথা থাকলেও সেটি হয়ে উঠেনি। কারণ সারাদিন ভেসে গেছে বেরসিক বৃষ্টিতে। তাতে ১৪ পয়েন্ট নিয়ে ফাইনালে যায় বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠা ভারত অনূর্ধ্ব -১৯ ‘বি’ বিপক্ষে আগামী ৭ ডিসেম্বর শিরোপার লড়াইয়ে নামবে টাইগার যুবারা।