পিএসএল

২৭ জানুয়ারি শুরু হচ্ছে পিএসএল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:54 শনিবার, 04 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর শুরুর দিনক্ষণ নির্ধারিত হয়েছে। আগামী ২৭ জানুয়ারি পর্দা উঠছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সভায় পিএসএল বিষয়ক সবকিছুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে শুক্রবার (৩ ডিসেম্বর) বিবৃতি দিয়ে পিসিবি জানায়, টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। এছাড়াও পিএসএল শুরুর আগে আসরটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। সেটার দিনক্ষণ ধরা হয়েছে ১২ ডিসেম্বর।

পাকিস্তানের মোট দুটি ভেন্যুতে এবারের পিএসএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৭ জানুয়ারি উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৫টি ম্যাচ করাচিতে হবে। এরপর ফাইনালসহ বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

পিএস সাধারণত ফেব্রুয়ারি-মার্চে আয়োজন করা হয়। কিন্তু এবারের পিএসএল একটু আগেভাগেই শুরু হয়ে শেষ করা হবে। মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফর করার কথা রয়েছে। এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

এদিকে প্লেয়ার্স ড্রাফট সামনে রেখে বিদেশি খেলোয়াড়দের তালিকা এখনও প্রকাশ করেনি আয়োজক সংশ্লিষ্টরা। বরাবরই পিএসএল খেলে থাকেন বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও এবার পিএসএল যে সময়ে চলবে, ঠিক সেই সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর তাই এবারের পিএসএলে বাংলাদেশি ক্রিকেটার নাও দেখা যেতে পারে।