দক্ষিণ আফ্রিকা- ভারত সিরিজ

সাদা পোশাকে কোহলির ডেপুটি হতে যাচ্ছেন রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:59 শনিবার, 04 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দলের সহ-অধিনায়কত্ব পেতে যাচ্ছেন রোহিত শর্মা। ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করছে এমনই সংবাদ। বাজে ফর্মের কারণে দল থেকে বাদও যেতে পারেন ভারতের বর্তমান সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একটি সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করছে ভারতের গণমাধ্যমগুলো। এখানেই শেষ নয়, ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সূচিতেও আসছে বড় রকমের পরিবর্তন।

আফ্রিকার দেশগুলোতে ওমিক্রন ভাইরাসের দাপটে এই সূচির পরিবর্তন ঘটাতে যাচ্ছে দুটি দেশের ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে ১৭ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর শুরু হবে সাদা পোশাকে দুই দলের লড়াই।

তিনটি টেস্টের বিপরীতে দুটি টেস্ট খেলতে সম্মত জানিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড, এমটাও জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সেই বিসিসিআই কর্তা। এই সফরে একটি টি-টোয়েন্টি ম্যাচও কম খেলতে চায় ভারত।

সেই সুত্রের দাবি, 'কয়েকদিনের মধ্যেই সিলেকশন মিটিং হবে। রোহিতকে টেস্ট দলের সহ-অধিনায়কত্ব দেয়া হবে। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা যাবে। যদিও সিরিজটি সূচি অনুযায়ী হবে না। বিসিসিআই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করেছে। সিরিজটি বক্সিং ডে টেস্ট ম্যাচের সঙ্গে শুরু হবে।

'এই সফর ছোটো করা হবে। ভ্রমণের সূচি নিয়েও আলোচনা চলছে। দল ৮ ডিসেম্বর রওনা দেবে। দুটি বোর্ডই এই ব্যাপারে সহমত পোষণ করছে। তিন টেস্টের বদলে দুটি টেস্ট হবে। একটি টি-টোয়েন্টি কমিয়েও আনা হতে পারে।'

এছাড়াও দক্ষিণ আফ্রিকা সফরে কোয়ারেন্টিন, অনুশীলন সেশন বা প্রস্তুতি ম্যাচ খেলার সূচিতেও আসছে পরিবর্তন। মূলত বিসিসিআইয়ের চাওয়াতেই এই পরিবর্তন আনতে সম্মত হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।