ভারত- নিউজিল্যান্ড সিরিজ

অপ্রত্যাশিত দুটি রেকর্ডে নাম লেখালেন কোহলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:53 শনিবার, 04 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টে বিশ্রামে থাকার পর মুম্বাই টেস্টে ফিরেছেন বিরাট কোহলি। ফেরার ম্যাচে শুন্য রানে আউট হন ভারতের অধিনায়ক। এতে করে তিনি নাম লিখিয়েছেন অপ্রত্যাশিত কিছু রেকর্ডে।

ভারতের অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ে ফেলেছেন কোহলি। চলতি বছর টেস্ট ক্রিকেটে এটি কোহলির চার নম্বর ‘ডাক’।

যদিও এই রেকর্ডে কোহলির ভাগীদার আছেন আরও তিন জন। ১৯৭৬ সালে বিষেন সিং বেদি, ১৯৮৩ সালে কপিল দেব ও ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি চার বার করে শুন্য রান করেন।

এদিকে টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে ঘরে ও ঘরের বাইরে সবচেয়ে বেশি শুন্য রানে আউট হওয়ার রেকর্ডও কোহলির দখলে। চলতি বছরে আগস্টে তিনি ধোনিকে (৮) ছাড়িয়ে যান। অধিনায়ক হিসেবে টেস্টে তিনি মোট শুন্য রানে ফিরেছেন ১০ বার।

এছাড়াও আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েছেন কোহলি। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছয় বার শূন্য রানে ফিরে গেছেন তিনি। এর আগে দেশকে নেতৃত্ব দিয়ে পাঁচ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন মনসুর আলি খান পতৌদি। এছাড়া তিনবার করে ফিরে যান কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি।

কিউইদের বিপক্ষে মুম্বাই টেস্টের প্রথম দিন এজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউ হন কোহলি। যদিও বাঁহাতি এই স্পিনারের করা বলে আউটটি নিয়ে সন্দেহ থেকে যায়। ভিডিও রিপ্লেতে দেখা যায়, বল প্রায় একইসঙ্গে ব্যাট ও প্যাডে স্পর্শ করে। মাঠের আম্পায়ার আউট দিয়ে দেন। এরপর রিভিউ নিয়েও রক্ষা পাননি ভারতের অধিনায়ক।