পিএসএল

পিএসএলে ইসলামাবাদের কোচ হলেন আজহার মাহমুদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:00 শুক্রবার, 03 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের জন্য ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন আজহার মাহমুদ। পাকিস্তানের এই অলরাউন্ডার প্রোটিয়া কোচ জোহান বোথার স্থলাভিষিক্ত হলেন।

এর আগে ২০১৬ মৌসুমে দলটির হয়ে শিরোপা জিতেছিলেন আজহার। পিএসএলে এর আগে করাচি কিংস ও মুলতান সুলতানসের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন এই সাবেক অলরাউন্ডার।

এ ছাড়া ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়েও বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। গত আগস্টে ইংল্যান্ডের একশো বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে ওভাল ইনভিনসিবলের কোচ হিসেবেও ছিলেন তিনি।

গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজে তিনি ইংলিশদের সহকারী বোলিং কোচ হিসেবে ছিলেন। আজহারের আগে ইসলামাবাদের কোচের দায়িত্ব পালন করেছেন ডিন জোনস, মিসবাহ উল হক ও জোহান বোথা।

এছাড়া এই ফ্র‍্যাঞ্চাইজির পরিচালক হিসেবে ছিলেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। ইসলামাবাদের দায়িত্ব পেয়ে আজহার জানিয়েছেন তিনি নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত।

তিনি বলেন, 'পিএসএলের প্রথম আসরে শিরোপা জয়ী দলের অংশ ছিলাম আমি। এই ফ্র্যাঞ্চাইজি ও দুটি শহর ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি আমার নিজের বাড়ির মতো।'