Connect with us

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

আগ্রসী বোলিং দিয়েই বাংলাদেশকে কুপোকাত করতে চান আফ্রিদি


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

তিন ফরম্যাটেই পাকিস্তানের বোলিং আক্রমনের মূল ভরসা হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরেও দুজনে মিলে সামাল দিচ্ছেন পাকিস্তানের বোলিং আক্রমণের গুরু দায়িত্ব।

দুজনের সম্মিলিত প্রচেষ্টাতে বাংলাদেশকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে হাসান নেন ৫ উইকেট।

আর দ্বিতীয় ইনিংসে আফ্রিদি ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিয়েছেন। শনিবার থেকে মিরপুরে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এর আগে আফ্রিদি জানালেন এই টেস্টেও অবিরত থাকবে তাদের রসায়ন।

এ প্রসঙ্গে হাসান বলেন, 'এশিয়ার সব উইকেটই আসলে কম-বেশি ধীরগতির। লোকে বলে যে স্পিনারদের সহায়তা বেশি মেলে। তবে শক্তপোক্ত হলে ও গায়ে জোর থাকলে এখানেও কার্যকর হওয়া যায়। জুটি বেঁধে বল করতে হয়। হাসানেরও এখানে কৃতিত্ব আছে এবং হাসানের সঙ্গে যখনই আমি বোলিং করি, আমরা নিজেদের মধ্যে ঠিক করে নেই যে, কে কখন আক্রমণ করবে, কে রান আটকে রাখবে।'

দুজনের বোলিংয়ের মধ্যে খুব বেশি মিল নেই। তবে পারস্পরিক বোঝাপড়াটা দারুণ। তাই তো সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সব সাফল্যে দুজনে মিলে রাখছেন দারুণ অবদান।

বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী বোলিংয়েই সাফল্যের খোঁজ করবেন আফ্রিদি। তিনি বলেছেন, 'আমার কাছে ব্যাপারটি হলো, ৩ ওভারের স্পেল হোক বা ৫ ওভারের, আগ্রাসী বোলিং করতে চাই। এভাবেই সাফল্য ধরা দিচ্ছে। দ্বিতীয় টেস্টেও আমরা আগের টেস্টের মতো পারফরম্যান্স দিতে চাই।'

চলতি বছর ৮ টেস্টে ৪৪ উইকেট দখল করেছেন আফ্রিদি। আর ৭ টেস্টে হাসানের উইকেট সংখ্যা ৩৯টি। এ ছাড়া তিন সংস্করণ মিলিয়ে দুজনে মিলে শিকার করেছেন ৭১ উইকেট। দুজনের পারফরম্যান্সই বলে দিচ্ছে জুটির রসায়ন কতটা।

এর কিছুটা খোলাসা করে হাসান বলেছেন, 'হাসানের সঙ্গে বোলিং দারুণ উপভোগ করি। এ বছর ৩৯ উইকেট ওর, আমার ৪৪টি। আমরা জুটি বেঁধে বোলিং করি এবং নিজেদের মধ্যে পরিকল্পনা করি, কোনো ব্যাটসম্যান ভালো খেলতে থাকলে কিভাবে তাকে আটকে রাখা যায় বা দ্বিধায় ফেলা যায়। হাসানের সঙ্গে বোলিং করতে তাই ভালো লাগে। কারন সে লড়াকু, লড়াই চালিয়ে যায়।'

 

সর্বশেষ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আমরা ভালো ক্রিকেট খেলছি না: তামিম

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আল্লু অর্জুনের অনুপ্রেরণায় চ্যালেঞ্জ নিয়ে সফল অপু

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আইপিএল দেখে ভেঙ্কটেসকে ওয়ানডে দলে নেয়ায় চটেছেন গম্ভীর

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মাশরাফিতে খুশি হলেও দলীয় পারফরম্যান্সে অখুশি মাহমুদউল্লাহ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মাশরাফির প্রত্যাবর্তনের ম্যাচে নায়ক অপু, সিলেটের জয়

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

তিন ভেন্যুতেই হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মুশফিক দ্রুতই রানে ফিরবেন, বিশ্বাস নাফিসের

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

ভারতের অফফর্ম সাময়িক: শাস্ত্রী

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

পান্তকে টেস্ট অধিনায়ক করতে বারণ করছেন ওয়ার্ন

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আইপিএল আয়োজনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

আর্কাইভ

বিজ্ঞাপন