আইপিএল

শনিবার চূড়ান্ত হচ্ছে আইপিএলের মেগা নিলামের দিনক্ষণ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:35 শুক্রবার, 03 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শনিবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভা। এই সভাতেই সিদ্ধান্ত হতে পারে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে। 

এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা অকশনের তারিখ চূড়ান্ত হতে পারে এই সভায়। বিসিসিআইয়ের এই সভায় মোট ২৪টি এজেন্ডা নিয়ে আলোচনা হবে।

ভারতের ভবিষ্যৎ সূচি নিয়েও গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত আসতে পারে এই সভা থেকে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ফলে দক্ষিণ আফ্রিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে অনেক দেশ।

ভারতও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। এমন অবস্থায় ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সূচি অনুযায়ী ৯ ডিসেম্বর জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যদের।

আসন্ন এই সফরে ভারত তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়াদের বিপক্ষে। বর্তমানে ভারত 'এ' দল দক্ষিণ আফ্রিকায় রয়েছে এবং বোর্ড এখনও সেই সফর সংক্ষিপ্ত করা হবে কিনা এই বিষয়েও সিদ্ধান্ত নেয়া হতে পারে এই সিরিজে।

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে স্বচ্ছতা চেয়ে কোহলি বলেছেন, '…আপনি স্বচ্ছতা রাখতে চান এবং আপনি এমন একটি পরিস্থিতিতে থাকতে চান যেখানে আপনি ঠিক কী ঘটছে তা জানেন। আমাদের বাস্তববাদীও হতে হবে। আমরা এমন জিনিসগুলিকে উপেক্ষা করতে পারি না যা আপনাকে একটি বিভ্রান্তিকর জায়গায় ফেলে দিতে পারে এবং কেউ সেখানে থাকতে চায় না।'