বাংলাদেশ- পাকিস্তান সিরিজ

৫০ টাকায় দেখা যাবে মিরপুর টেস্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:36 শুক্রবার, 03 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ধার্য করা হয়েছে ৫০ টাকা। এই টেস্ট ম্যাচটির টিকিটের সর্বোচ্চ মূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাঁকা। শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে রাজধানীর মিরপুর ১০ নম্বরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে শুরু হবে টিকিট বিক্রি।

স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ড থেকে ৫০ টাকায় খেলা দেখা যাবে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। এছাড়াও ক্লাব হাউজ ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

সকাল ৯ টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এমনকি ম্যাচের দিনও টিকিট কিনতে পারবেন আগ্রহী দর্শকরা। কোভিড-১৯ এর কথা মাথায় রেখে বরাবরের মতো এবারও দর্শকদের খেলায় দেখার নিয়মে কড়াকড়ি রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দর্শকের বয়স ১৮'র বেশি হলে দুই ডোজ কোভিড টিকার সনদ দেখিয়ে মাঠে প্রবেশ করতে হবে। ১৮ বছরের কম বয়সীদের অবশ্য সনদ দেখানো লাগবে না। ধারণক্ষমতার কেবল ৫০ শতাংশ টিকিট ছাড়া হচ্ছে এই সিরিজে।

পাকিস্তানের বিপক্ষে এবারের সিরিজের মাধ্যমে প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ম্যাচে দর্শক ফিরেছে বাংলাদেশের ক্রিকেট মাঠে। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ও চট্টগ্রাম টেস্টেও মাঠে বসে খেলা উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।

টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও জিতেছে বাবর আজমের দল।