ভারত- নিউজিল্যান্ড সিরিজ

ইনজুরিতে ছিটকে গেলেন উইলিয়ামসন ও ভারতের তিন ক্রিকেটার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:05 শুক্রবার, 03 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মুম্বাই টেস্ট শুরুর আগের দিনও ঠিকঠাক চলছিল সবকিছু। কিন্তু ৩ ডিসেম্বর (শুক্রবার) সকালেই সব যেন বিগড়ে গেল! ইনজুরির কারণে চলমান এই টেস্টে খেলছেন না ভারতের তিন ও নিউজিল্যান্ডের এক ক্রিকেটার। ম্যাচের আগমুহূর্তে কিউইরা হারিয়েছে তাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। অপরদিকে ভারতের হয়ে ইনজুরির কারণে খেলা হচ্ছে না আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মার।

বৃষ্টির কারণ ম্যাচটিতে এখনো টসও হয়নি। সকালে জানা গেল কনুইয়ের পুরনো চোটে ভুগছেন উইলিয়ামসন। পুরো বছরেই এই ইনজুরিতে ভুগেছিলেন তিনি। এবার সেই চোটই মাথাচাড়া দিয়েছে পুনরায়। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।

কানপুরে সিরিজের প্রথম টেস্টে খেলেননি বিরাট কোহলি, অধিনায়কত্বের দায়ভার ছিল রাহানের ওপর। এই বছর অফফর্মে কাটানো রাহানে এই ম্যাচেও খেলতেন। কিন্তু হ্যামস্ট্রিং চোটের কারণে খেলছেন না তিনি। কানপুর টেস্টের শেষদিনে এই ইনজুরিতে পড়েন তিনি।

ইনফর্ম অলরাউন্ডার জাদেজাও চোটে পড়েছিলেন কানপুরে। যদিও ঠিক কখন এই ইনজুরিতে পড়েছেন তা উল্লেখ করা হয়নি। স্ক্যান রিপোর্টে দেখা যায়, তার বাহু ফুলে আছে। এই ম্যাচে তাই বিশ্রামে থাকছেন জাদেজা।

কানপুর টেস্টের ইনজুরির কবলে পড়েন ইশান্তও। বাঁহাতের কনিষ্ঠা আঙুলের হাড় নড়ে গেছে তার। যার ফলে এই টেস্টে খেলা হচ্ছে না এই ফাস্ট বোলারের। ম্যাচের আগে তিন বিভাগের তিন ক্রিকেটারের ইনজুরিতে মনস্তাত্ত্বিকভাবে বাজে আঘাত পেয়েছে ভারত।

মুম্বাই টেস্টে এখনো টস হয়নি। ইতোমধ্যেই মধ্যাহ্ন বিরতিতে আছে দুই দল। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় সময় ১২ টায় অনুষ্ঠিত হবে টস।