পাকিস্তান - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

মালিক-হাসানকে ছাড়াই পাকিস্তানের টি-টোয়েন্টি দল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:45 বৃহস্পতিবার, 02 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে নেই শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, সরফরাজ আহমেদ এবং হাসান আলী।

বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দলে থাকলেও তৃতীয় ম্যাচ না খেলেই সংযুক্ত আরব আমিরাতে ফিরে গিয়েছিলেন মালিক। মূলত ছেলের অসুস্থতার কারণে প্রথম দুই টি-টোয়েন্টি খেলেই ফিরে যান অভিজ্ঞ এই অলরাউন্ডার। 

গুঞ্জন ছিল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকবেন না তিনি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। ক্যারিবীয়দের বিপক্ষে রাখা হয়নি তাঁকে। এদিকে বাংলাদেশ সফরের দলে না থাকা মোহাম্মদ হাফিজকেও রাখা হয়নি টি-টোয়েন্টি দলে। 

এদিকে টি-টোয়েন্টির মতো ওয়ানডে দলও ঘোষণা করেছি পিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে থাকলেও ক্যারিবীয়দের বিপক্ষে রাখা হয়নি ফাহিম আশরাফ, হাসান, আঘা সালমান এবং সরফরাজ।

৫০ ওভারের ক্রিকেটের স্কোয়াডে যুক্ত করা হয়েছে আসিফ আলী, হায়দার আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহকে। রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আব্দুল্লাহ শফিককে। আগামী ১৩-২২ ডিসেম্বর মাঠে গড়াবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। সবগুলো খেলা হবে করাচিতে।

টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।

ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হাসনাইন, সৌদ সাকিল, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি এবং উসমান কাদির।