পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরছে শতভাগ দর্শক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:39 বৃহস্পতিবার, 02 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ সফর শেষেই ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে পাকিস্তানের শতভাগ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবে।

যদিও এই দর্শকরা এই সুবিধা পাবেন কেবল করাচি জাতীয় স্টেডিয়ামে। দেশটির গণমাধ্যমের মতে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

যদিও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে কত শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে।

এদিকে আগামী শুক্রবার থেকে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট বিক্রি শুরু হবে। পিসিবির সূত্র মতে ১০০০, ৫০০ ও ২৫০ রুপি দিয়ে তিন ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে।

এ ছাড়া এই সিরিজে দর্শক প্রবেশের অনুমতি মিললেও ১২ বছরের বেশি বয়সী দর্শকদের অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে। ন্যাশনাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ইতোমধ্যে পিসিবিকে কোভিড প্রটোকল কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৯ ডিসেম্বর করাচিতে পৌঁছাবে ক্যারিবীয় দল। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বিশ্বকাপ সুপার লিগের অংশ। ফলে সিরিজটি দুই দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ।