বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজ

সাকিব-মুমিনুলদের কোয়ারেন্টিন শিথিল করছে নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:19 বৃহস্পতিবার, 02 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ দলের আসন্ন নিউজিল্যান্ড সফরে কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন আনছে কিউইরা। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন আর থাকছে না বাংলাদেশের এবারের নিউজিল্যান্ড সফরে। আর তাই বাড়তি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ মিলবে মুমিনুল হকের দলের।

শেষবারের নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা।

করোনার প্রকোপ বর্তমান সময়ে কমে গেলেও ভবিষ্যতে তা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এরইমাঝে ওমিক্রন নামক করোনার একটি রূপ হানা দিয়েছে আফ্রিকার দেশগুলোতে। যদিও এসব নিয়ে এখনই ভাবছে না আয়োজকরা। আর তাই বাংলাদেশের কোয়ারেন্টিন নীতিতেও এসেছে পরিবর্তন।

এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন, 'আমাদের শেষ নিউজিল্যান্ড সিরিজে যে নিয়ম ছিল, সেটা থেকেও কিছুটা শিথিল করা হয়েছে। তিন থেকে চারদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে। এর ফলে আমাদের কিছু বাড়তি সুযোগ এসেছে।'

'আমাদের দল দুটো অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দুটি দুদিনের অনুশীলন ম্যাচ হবে। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড ইলেভেনের সঙ্গে। দুটি প্র্যাক্টিস ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।'

গতবারের সফরে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকলেও এবারের সফরে মাত্র ৭-১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের। এরপর কয়েকদিন কোয়ারেন্টিন সেন্টারে থেকে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে টিম হোটেলে ফিরবে তারা।

নিজামউদ্দীন আরও বলেন, '৭-১০ দিনের একটা বিষয় এসেছে। এর মধ্যে তিনদিন রুম কোয়ারেন্টাইন করতে হবে। বাকি সময়টা ওদের যে কোয়ারেন্টাইন সেন্টার, সেখানে থাকতে হবে তিন থেকে চারদিন। এরপর বাংলাদেশ দল টিম হোটেলে যাবে সবাই নেগেটিভ হওয়ার সত্ত্বে।'