Connect with us

বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজ

সাকিব-মুমিনুলদের কোয়ারেন্টিন শিথিল করছে নিউজিল্যান্ড


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ দলের আসন্ন নিউজিল্যান্ড সফরে কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন আনছে কিউইরা। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন আর থাকছে না বাংলাদেশের এবারের নিউজিল্যান্ড সফরে। আর তাই বাড়তি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ মিলবে মুমিনুল হকের দলের।

শেষবারের নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা।

করোনার প্রকোপ বর্তমান সময়ে কমে গেলেও ভবিষ্যতে তা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এরইমাঝে ওমিক্রন নামক করোনার একটি রূপ হানা দিয়েছে আফ্রিকার দেশগুলোতে। যদিও এসব নিয়ে এখনই ভাবছে না আয়োজকরা। আর তাই বাংলাদেশের কোয়ারেন্টিন নীতিতেও এসেছে পরিবর্তন।

এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন, 'আমাদের শেষ নিউজিল্যান্ড সিরিজে যে নিয়ম ছিল, সেটা থেকেও কিছুটা শিথিল করা হয়েছে। তিন থেকে চারদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে। এর ফলে আমাদের কিছু বাড়তি সুযোগ এসেছে।'

'আমাদের দল দুটো অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দুটি দুদিনের অনুশীলন ম্যাচ হবে। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড ইলেভেনের সঙ্গে। দুটি প্র্যাক্টিস ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।'

গতবারের সফরে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকলেও এবারের সফরে মাত্র ৭-১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের। এরপর কয়েকদিন কোয়ারেন্টিন সেন্টারে থেকে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে টিম হোটেলে ফিরবে তারা।

নিজামউদ্দীন আরও বলেন, '৭-১০ দিনের একটা বিষয় এসেছে। এর মধ্যে তিনদিন রুম কোয়ারেন্টাইন করতে হবে। বাকি সময়টা ওদের যে কোয়ারেন্টাইন সেন্টার, সেখানে থাকতে হবে তিন থেকে চারদিন। এরপর বাংলাদেশ দল টিম হোটেলে যাবে সবাই নেগেটিভ হওয়ার সত্ত্বে।'

সর্বশেষ

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

সড়ক দুর্ঘটনায় পরপারে ‘স্লো ফিঙ্গার অব ডেথ’ খ্যাত ‍কোয়ের্তজেন

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

প্রয়োজনের ওপেনিংয়ে ব্যাটিং করতে চান শাদাব

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

বাউন্ডারি যেমন ই হোক, রাসেল-পোলার্ডের জন্য বড় নয়: মরগান

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

আমিরাত লিগের ড্রাফটে লিন, নতুন সংকটে অস্ট্রেলিয়া

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

সিরিজ হারের পর বাংলাদেশের জরিমানা

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ঝড়ো ইনিংসে ৬০০তম ম্যাচ রাঙালেন পোলার্ড

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ভারতের স্কোয়াড দেখে উদ্বিগ্ন আকাশ চোপড়া

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

'অতি উত্তেজনার কারণে ভারতের বিপক্ষে বড় মঞ্চে হারে পাকিস্তান'

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

কেন্টের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে স্টিভেন্সের

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

নেপালের হেড কোচের দায়িত্বে মনোজ প্রভাকর

আর্কাইভ

বিজ্ঞাপন