Connect with us

বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজ

সাকিব-মুমিনুলদের কোয়ারেন্টিন শিথিল করছে নিউজিল্যান্ড


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ দলের আসন্ন নিউজিল্যান্ড সফরে কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন আনছে কিউইরা। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন আর থাকছে না বাংলাদেশের এবারের নিউজিল্যান্ড সফরে। আর তাই বাড়তি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ মিলবে মুমিনুল হকের দলের।

শেষবারের নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা।

করোনার প্রকোপ বর্তমান সময়ে কমে গেলেও ভবিষ্যতে তা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এরইমাঝে ওমিক্রন নামক করোনার একটি রূপ হানা দিয়েছে আফ্রিকার দেশগুলোতে। যদিও এসব নিয়ে এখনই ভাবছে না আয়োজকরা। আর তাই বাংলাদেশের কোয়ারেন্টিন নীতিতেও এসেছে পরিবর্তন।

এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন, 'আমাদের শেষ নিউজিল্যান্ড সিরিজে যে নিয়ম ছিল, সেটা থেকেও কিছুটা শিথিল করা হয়েছে। তিন থেকে চারদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে। এর ফলে আমাদের কিছু বাড়তি সুযোগ এসেছে।'

'আমাদের দল দুটো অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দুটি দুদিনের অনুশীলন ম্যাচ হবে। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড ইলেভেনের সঙ্গে। দুটি প্র্যাক্টিস ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।'

গতবারের সফরে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকলেও এবারের সফরে মাত্র ৭-১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের। এরপর কয়েকদিন কোয়ারেন্টিন সেন্টারে থেকে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে টিম হোটেলে ফিরবে তারা।

নিজামউদ্দীন আরও বলেন, '৭-১০ দিনের একটা বিষয় এসেছে। এর মধ্যে তিনদিন রুম কোয়ারেন্টাইন করতে হবে। বাকি সময়টা ওদের যে কোয়ারেন্টাইন সেন্টার, সেখানে থাকতে হবে তিন থেকে চারদিন। এরপর বাংলাদেশ দল টিম হোটেলে যাবে সবাই নেগেটিভ হওয়ার সত্ত্বে।'

সর্বশেষ

২০ আগস্ট, শনিবার, ২০২২

নিউজিল্যান্ডকে সমতায় ফেরালেন ফিন-সাউদি-বোল্ট

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

তিনদিনেই শেষ লর্ডস টেস্ট, ইনিংস ব্যবধানে হারল ইংল্যান্ড

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

পারফর্ম করেই আবার পাকিস্তান দলে ফিরতে চান হাসান

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

রিজওয়ানের পরামর্শেই সফল সালমান

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এশিয়া কাপে ওয়াসিম আকরাম-শাস্ত্রীদের সঙ্গী আথার আলী

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এখনও জাদেজার ছায়ায় অক্ষর, দাবি আকাশ চোপড়ার

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের দারুণ সম্ভাবনা আছে: শ্রীরাম

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এশিয়া কাপে ভারতের চেয়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন সরফরাজ

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

কোচ যেই থাকুক, সেরা একাদশ সাকিবই ঠিক করে: পাপন

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে বাংলাদেশে আসছেন শ্রীরাম

আর্কাইভ

বিজ্ঞাপন