ভারতীয় ক্রিকেট

আইয়ারকে উপেক্ষিত না রাখার পরামর্শ লক্ষ্মণের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:26 বৃহস্পতিবার, 02 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রেয়াশ আইয়ার। কিউইদের বিপক্ষে দুই ইনিংসে ১০৫ ও ৬৫ রানের ইনিংস খেলেছেন তিনি। ৩ ডিসেম্বর কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে ভারত। এই টেস্টে আইয়ার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

বিশ্রাম থেকে ফিরে এই টেস্টে খেলবেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার ফেরায় আইয়ারের একাদশে জায়গা পাওয়াই কঠিন হয়ে গেছে। যদিও ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষ্মণ মনে করেন এই ম্যাচে আইয়ারকে একাদশে রাখা উচিত। বাজে পারফরম্যান্স করা মায়াঙ্ক আগারোয়ালকে বাদ দিয়ে চেতেশ্বর পূজারাকে ওপেনিং করানোরও পরামর্শ দিয়েছেন তিনি।

লক্ষ্মণ বলেন, 'শ্রেয়াস আইয়ার দুই ইনিংসেই ব্যাটিং করে নিজের ছাপ রেখেছে। প্রথম টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে সে হাফ সেঞ্চুরি করেছে। যখন দল চাপে ছিল তখন ও ব্যাটিং করতে নেমে অসাধারণ পারফর্ম করল। অন্যদিকে ময়াঙ্ক আগারওয়াল দুই ইনিংসেই সেভাবে পারফর্ম করতে পারেনি। তাকে ক্রিজে স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি।'

'পূজারা কিন্তু ওপেন করতে পারে। আগেও পূজারা এই কাজ করেছে। তিনে নামুক অজিঙ্কা রাহানে। বিরাট কোহলি খেলুক চারে। শ্রেয়াসকে খেলানো হোক পাঁচে। সে যেন উপেক্ষিত না হয়। আমার মনে হয় রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির জন্য কাজটা কঠিন হবে। আশা করি সঠিক সিদ্ধান্তই ওরা নেবে। আবারও বলবো শ্রেয়াসের পারফরম্য়ান্স যেন মনে রাখা হয়।'

আইয়ার দারুণ খেললেও কানপুর টেস্টে জিততে পারেনি ভারত। দারুণ রোমাঞ্চ জাগিয়ে ড্র করেছে দ্রাবিড়ের শিষ্যরা। দুই ইনিংসেই দলের হয়ে সর্বোচ্চ সংগ্রহ ছিল আইয়ারের। এরপরও শেষ দিকে এক উইকেট তুলে নেয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে ভারত।