অ্যাশেজ সিরিজ

বিতর্ক মাঠের বাইরে থাকুক, প্রত্যাশা ওকসের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:36 বৃহস্পতিবার, 02 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অ্যাশেজ সিরিজ। এই সিরিজের আগ মুহূর্তে এসে বেশ কিছু বির্তকের তৈরি হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) ঘিরে। সবমিলিয়ে মর্যাদার এই লড়াইয়ের আগে বেশ কঠিন সময় পার করছে অজিরা। তবে এসব নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না ক্রিস ওকস। বিতর্কিত সব কান্ড খেলার মাঠের বাইরেই থাকবে, এমনটা প্রত্যাশা ইংল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডারের।

অ্যাশেজ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে 'সেক্সটিং স্ক্যান্ডালে' জড়িয়ে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়েন টিম পেইন। এরপর 'স্যান্ডপেপার কেলেঙ্কারিতে' থাকা স্টিভেন স্মিথকে সহ-অধিনায়ক করা নিয়েও সমালোচিত হয় সিএ। প্রতিপক্ষের এসব ঘটনা নিয়ে কোনো ভাবনা নেই ওকসের।

তিনি বলেন, 'না, এগুলো আসলেই কোনো ব্যাপার না। দুই ক্যাম্পে যা যা হচ্ছে, এদের বেশিরভাগই ব্যক্তিগত। এসব ঘটনাকে পাশে সরিয়ে রাখলেই ভালো ক্রিকেট খেলা সম্ভব। আপনার দক্ষতাকে আপনার হয়ে কথা বলতে দিন।'

তিনি আরও বলেন, 'অ্যাশেজ সিরিজ শুধুই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার চিরপ্রতিদ্বন্দ্বীতা। তিনটি অ্যাশেজ সিরিজ খেলে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে মনে হয় না যে এটাকে কোনো কিছু ছাপিয়ে যেতে পারবে। এখানে মাঠের লড়াই তুমুলভাবে হয়। আশা করি, সিরিজটি দেখতে দারুণ হবে।'

২০১৭ সালের অ্যাশেজের সময় গ্যাবা টেস্টের আগে পরিচিত নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ ছবিসহকারে বার্তা পাঠান টিম পেইন। ঘটনাটি প্রকাশ পেলে অনুশোচনা থেকে নেতৃত্ব ছাড়েন ৩৬ বছর বয়সী পেইন। এরপর ক্রিকেট থেকেও অনির্দিষ্টকালের জন্য নিজেকে সরিয়ে নেন পেইন।

পেইন সরে যাওয়ায় অধিনায়কত্ব পেয়েছেন প্যাট কামিন্স। ফের অস্ট্রেলিয়ার লিডারশিপ গ্রুপে জায়গা পেয়েছেন স্মিথও। ইতোমধ্যেই প্রথম দুই টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সিএ।