ক্রিকেট অস্ট্রেলিয়া

আয়নার পাশে চ্যাপেলের লেখা কলাম সাজিয়ে রাখতেন স্মিথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:34 বুধবার, 01 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিজের খারাপ সময়ে অনুপ্রেরণা পেতে প্রতিদিন ইয়ান চ্যাপেলের লেখা কলাম শৌচাগারের আয়নার পাশে সাজিয়ে রাখতেন স্টিভেন স্মিথ। সেই ঘটনার প্রায় বছর তিনেক পর এমন তথ্য দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। 

ঘটনাটি ২০১৮ সালের।  দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ। ডানহাতি এই ব্যাটার ছাড়াও নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। 

এক বছর সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকায় হতাশ ছিলেন স্মিথ। নিজের খারাপ সময়ে অনুপ্রেরণা খুঁজে পেতে চ্যাপেলের লেখা কলাম নিজের শৌচাগারের আয়নার পাশে সাজিয়ে রাখতেন তিনি।

নিষেধাজ্ঞা থেকে ফিরে ২০১৯ অ্যাশেজে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন স্মিথ। এজবাস্টন টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি দেখা পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। পুরো সিরিজে ১১০.৫৭ গড়ে ৭৭৪ রান করেছিলেন তিনি। এজবাস্টনে সেঞ্চুরির পর সমালোচনার কথা ভেবেছিলেন সাবেক এই অধিনায়ক।

এ প্রসঙ্গে কোড স্পোর্টসের কলামে স্মিথ লিখেন, ‘আমার মনে আছে উদাহরণ হিসেবে, ইয়ান চ্যাপেল একটা কলাম লিখে বলেছিলেন এক বছর খেলা দূরে থাকায় আমি একই রকম ভালো থাকবো না। আমি এটা সংগ্রহ করে এনেছিলাম এবং আমার শৌচাগারের আয়নার পাশে আটকে রেখেছিলাম এবং প্রতিদিন সকালে ও রাতে যখন দাঁত ব্রাশ করতাম তখন এটা দেখতাম।’ 

অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘২০১৯ অ্যাশেজ সিরিজে এজবাস্টন টেস্টের উভয় ইনিংসে যখন সেঞ্চুরি করলাম করলাম তখন আমি মনে করলাম আমাকে এ নিয়ে এই ধরনের সমালোচনা করা হয়েছে। আমি এটি এখনও হারাইনি। এটা এখনও আছে। এটা খুবই ভালো অনুভূতি ছিল।’