আইপিএল

লক্ষ্ণৌর কোচ হতে দায়িত্ব ছাড়লেন ফ্লাওয়ার-বেলিস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:38 বুধবার, 01 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রিটেইনশন তালিকা প্রকাশ করার পরেরদিন কোচের দায়িত্ব ছাড়লেন অ্যান্ডি ফ্লাওয়ার ও ট্রেভর বেলিস। পাঞ্জাব কিংস থেকে ফ্লাওয়ার এবং সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বেলিস। 

পাঞ্জাবের দায়িত্ব ছাড়লেও অনিল কুম্বলের অধীনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল সেন্ট লুসিয়া জুকসের কোচ হিসেবে থাকছেন ফ্লাওয়ার। এদিকে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটারের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তকে সম্মান করছে পাঞ্জাব। 

বেলিসের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার খবর নিশ্চিত করেছে হায়দরাবাদের এক কর্মকতা। সাবেক এই ইংলিশ কোচের জায়গায় নতুন কাউকে খুঁজছে বলে জানিয়েছে তাঁরা। 

কোচ হিসেবে সাফল্যের পাল্লাটা বেশ ভারী বেলিসের। ২০১২ এবং ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। এদিকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের কোচের দায়িত্বেও ছিলেন বেলিস। 

ইংল্যান্ডকে শিরোপা জেতার পর দায়িত্ব ছেড়ে হায়দরাবাদে যোগ দেন ৫৮ বছর বয়সি এই কোচ। যদিও তাঁর অধীনে খুব বেশি সুবিধা করতে পারেনি হায়দরাবাদ। ২০২০ মৌসুমে তৃতীয় এবং সর্বশেষ আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দলটি। 

গুঞ্জন রয়েছে আইপিএলের নতুন দল লক্ষ্ণৌর কোচ হওয়ার দৌড়ে রয়েছেন বেলিস ও ফ্লাওয়ার। এই দুজন ছাড়াও দলটির কোচ হতে পারেন এমন তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন ও নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেট্টরি।