নাইন্টি ব্যাশ

মে-জুনে মাঠে গড়াচ্ছে নাইন্টি ব্যাশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:09 বুধবার, 01 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০২২ সালের মে-জুনে মাঠে গড়াতে যাচ্ছে ৯০ বলের টুর্নামেন্ট নাইন্টি ব্যাশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক সংস্থা এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে ক্রিকেটের ফরম্যাট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জেরে টি-টোয়েন্টির পর মাঠে গড়িয়েছে টি-টেন। কদিন আগে ৯০ বলের নতুন টুর্নামেন্ট শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এবার ৯০ বলের টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে এমিরেটস ক্রিকেট বোর্ড। নাইন্টি ব্যাশের প্রথম আসর মাঠে গড়াবে আগামী বছরের মে-জুন মাসে।

এই ফরম্যাটের বিশ্ব ক্রিকেটের তারকাদের সঙ্গে উদীয়মান ক্রিকেটারদের এক দারুণ মেলবন্ধন ঘটবে। আয়োজকদের মতে, টি-টেন ফরম্যাট খুবই সংক্ষিপ্ত। তাই মূলত ৯০ বলের ক্রিকেট শুরু করা হচ্ছে।

টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে শারজাহ স্টেডিয়ামের সিইও খালাফ বুখাতির বলেন, ‘সম্প্রতি আমরা আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো উত্তেজনাপূর্ণ কিছু খেলার আয়োজন করেছি। আমরা ছোট ফরম্যাটে ক্রমবর্ধমান ক্রিকেটের সাক্ষীও হয়েছি।’

তিনি আরও বলেন, ‘নাইন্টি ব্যাশ ক্রিকেটে আমরা এটির মোমেন্টাম বজায় রেখে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট ভক্তদের জন্য উন্মুখ হয়ে আছি।’