আরব আমিরাত টি-টোয়েন্টি লিগ

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলো ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:36 বুধবার, 01 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল কেনার আগ্রহ প্রকাশ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানাধীন ল্যান্সার ক্যাপিটাল কোম্পানি। তবে সিভিসি ক্যাপিটাল ও আরপি সঞ্জয় গোনেকার কোম্পানির সঙ্গে পেরে উঠতে না পারায় বিড করেও দল কেনা হয়নি তাঁদের। 

আইপিএলে দল কিনতে না পারলেও আরব আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল কিনলো ল্যান্সার ক্যাপিটাল কোম্পানি। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির চেয়ারম্যান আভরাম গ্লাজার্স।

আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে দল কিনতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। এ প্রসঙ্গে গ্লাজার্স বলেন, ‘আরব আমিরাত টি-টোয়েন্টি লিগের অংশ হতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত। তারা বিশ্বামানের ইভেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আরব আমিরাতে ক্রিকেটের বিকাশ ঘটাবে।’

২০০৫ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক হিসেবে রয়েছেন গ্লাজার্স। ফুটবলে জনপ্রিয়তা থাকলেও অন্যান্য খেলায় বিনিয়োগ করার পরিকল্পনা করছিলেন তিনি। এদিকে রাগবি টুর্নামেন্টে টেম্পা বে বুকানার্স নামের একটি দলও কিনেছে তারা। 

ল্যান্সার ক্যাপিটাল ছাড়াও সংযুক্ত আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল কিনেছে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান, মু্ম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন রিলাইন্স ইন্ডাস্ট্রিস ও দিল্লি ক্যাপিটালের দায়িত্বে থাকা জিএমআর। 

২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে প্রথমবার মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি। যেখানে অংশগ্রহণ করবে মোট ছয়টি দল। যদিও টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা ছিল জানুয়ারি-ফেব্রুয়ারিতে।