আইপিএল

রশিদকে পুনরায় দলে ভেড়াতে চায় হায়দরাবাদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:13 বুধবার, 01 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে সানরাইজার্স হায়দরাবাদ দলে জায়গা মেলেনি রশিদ খানের। রিটেনশন তালিকায় রশিদ না থাকলেও মেগা নিলাম থেকে তাকে পুনরায় দলে ভেড়াতে চায় হায়দরাবাদ।

এবারের রিটেনশন তালিকায় তিনজন ক্রিকেটারকে রেখেছে হায়দরাবাদ। অধিনায়ক কেন উইলিয়ামসনকে অনুমেয়ভাবেই রেখেছে তারা। এছাড়াও দুই তরুণ তুর্কি আব্দুল সামাদ এবং উমরান মালিককে দলে ভিড়িয়েছে তারা।

আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদকেও দলে রাখতে চেয়েছিল হায়দরাবাদ। কিন্তু ব্যাটে-বলে না মেলায় হায়দরাবাদের রিটেনশন তালিকায় থাকেননি রশিদ। তার এমন সিদ্ধান্তকে অবশ্য সম্মান করেছেন হায়দরাবাদের সি.ই.ও কে শানমুগাম। রশিদকে আবারও হায়দরাবাদের ডাগ-আউটে দেখতে চান তিনি।

শানমুগাম বলেন, 'এটা অবশ্যই কঠিন সিদ্ধান্ত। কিন্তু একজন ক্রিকেটার যখন উচ্চমূল্যের জন্য নিলামে যেতে চায়, আমাদের অবশ্যই সেটাকে শ্রদ্ধা করতে হবে। নিলাম থেকে তাকে দলে ভেড়ানো যায় কিনা সেটা আমরা চেষ্টা করব।

অবশ্য মেগা নিলামের আগেই রশিদ খানকে দলে ভেড়ানোর সুযোগ রয়েছে আইপিএলের নতুন দুই দল আহমেদাবাদ ও লক্ষ্মৌর। নিয়ম অনুযায়ী, এই দুটি দল মেগা মিলামের আগেই তিনজন ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে।

২০১৭ সালের আইপিএলে হায়দরাবাদে যোগ দেন রশিদ। দলটির হয়ে গেল আসর পর্যন্ত ৭৬ ম্যাচ খেলে ৯৩টি উইকেট শিকার করেছেন তিনি।