অ্যাশেজ সিরিজ

পেইনের বদলি হয়ে অস্ট্রেলিয়া দলে ক্যারি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:23 মঙ্গলবার, 30 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ৮ ডিসেম্বর গ্যাবায় শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা না করলেও প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক হিসেবে অ্যালেক্স ক্যারিকেই বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এমনটাই জানিয়েছে প্রভাবশালী সাংবাদমাধ্যম ফক্স স্পোর্টস। ৩০ বছর বয়সী ক্যারি অস্ট্রেলিয়ার হয়ে সীমিত ওভারের ক্রিকেটে প্রায় চার বছর খেলে ফেলেছেন। এবার অ্যাশেজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হচ্ছে তার।

যৌন কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব হারিয়েছেন টিম পেইন। এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন তিনি। 

এরপর তার স্থলাভিষিক্ত কে হবে তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল। অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের উইকেটরক্ষক হওয়ার দৌড়ে ছিলেন জস ইংলিস, জিমি পিয়ারসন ও ক্যারি।

এই যুদ্ধে জয়ী হয়েছেন ক্যারিই। যদিও তার ফর্ম খুব একটা ভালো নেই। শেফিল্ড শিল্ডে ৮ ম্যাচ খেলে মাত্র একটি হাফ সেঞ্চুরি করতে পেরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন ইংলিস। শেফিল্ড শিল্ডে তিনি সর্বশেষ মৌসুমে ৭৩ গড়ে ৫৮৫ রান করেছেন। এমনকি ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগ ও দ্য হান্ড্রেডেও দারুণ ফর্মে ছিলেন ইংলিস।

এমন ফর্মের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা পেয়েছিলেন তিনি। যদিও একটি প্রস্তুতি ম্যাচ ছাড়া আর মাঠে নামার সুযোগ হয়নি তার। বিশ্বকাপ জুড়েই অজিদের উইকেটের পেছনে ছিলেন ম্যাথু ওয়েড।