অ্যাশেজ সিরিজ

পেইন বিতর্কে ভাবনাহীন বাটলাররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:43 মঙ্গলবার, 30 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজ। এই সিরিজের আগ মুহূর্তে এসে বেশ কিছু বির্তকের তৈরি হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) ঘিরে। সবমিলিয়ে মর্যাদার এই লড়াইয়ের আগে বেশ কঠিন সময় পার করছে অজিরা। তবে এসব নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না জস বাটলার। তাদের লক্ষ্য সিরিজে ভালো ক্রিকেট খেলা।

অ্যাশেজ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বির্তকিত কান্ডে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়েন টিম পেইন। এরপর স্টিভেন স্মিথকে সহ-অধিনায়ক করা নিয়েও সমালোচিত হয় সিএ। তাই এই সিরিজের আগে মানসিকভাবে কিছুটা হলেও বিপর্যস্ত অজি শিবির। কিন্তু প্রতিপক্ষের অবস্থা নিয়ে ভাবতে নারাজ বাটলার।

টিম হোটেল থেকে এক সাক্ষাৎকারে বাটলার বলেন, 'এই মুহূর্তে এটা আমাদের জন্য চিন্তার বিষয় না। এখনো প্রথম টেস্ট শুরু হতে এক সপ্তাহ বাকি আছে এবং আমাদের সমস্ত মনসংযোগ সেই দিকেই।'

বাটলারের ধারণা বাড়তি চাপ সামলে যে দল নিজেদের সেরা ক্রিকেট খেলবে, দিন শেষে তারাই ভালো কিছু করবে। এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার আরও বলেন, 'অ্যাশেজের আগে সবসময় কিছু জিনিস থাকে এবং অ্যাশেজ সিরিজে যে দলের খেলোয়াড়েরা এসব মোকাবেলা করতে পারে, সেই দলই ভালো খেলবে।'

২০১৭ সালের অ্যাশেজের সময় গ্যাবা টেস্টের আগে পরিচিত নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ ছবিসহকারে বার্তা পাঠান টিম পেইন। ঘটনাটি প্রকাশ পেলে অনুশোচনা থেকে নেতৃত্ব ছাড়েন ৩৬ বছর বয়সী পেইন। এরপর ক্রিকেট থেকেও অনির্দিষ্টকালের জন্য নিজেকে সরিয়ে নেন পেইন।