ভারত-নিউজিল্যান্ড সিরিজ

কানপুরের মাঠকর্মীদের অর্থ পুরষ্কার দিলেন দ্রাবিড়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:08 সোমবার, 29 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় কিংবদন্তিতুল্য। ভারতের বর্তমান সময়ের বেশিরভাগ তরুণ ক্রিকেটারই দ্রাবিড়ের নিজ হাতে গড়া। এবার তার কাঁধেই ভারতের প্রধান কোচের দায়িত্ব।

নিজের প্রথম মিশনেই নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছে দ্রাবিড়ের ভারত। এরপর টেস্ট সিরিজেও দারুণ শুরু করেছেন তিনি। তার শিষ্যরা কানপুরে রোমাঞ্চ জাগিয়ে টেস্ট ড্র করেছে।

ম্যাচ ড্র হলেও অনন্য নজির গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের প্রধান কোচ। কানপুরে স্পোর্টিং উইকেট তৈরি করায় মাঠকর্মীদের হাতে অর্থ পুরষ্কার তুলে দিয়েছেন দ্রাবিড়।

উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা একটি অফিশিয়াল বিবৃতি দিতে চাই। রাহুল দ্রাবিড় ব্যক্তিগতভাবে মাঠকর্মীদের জন্য ৩৫ হাজার রুপি দিয়েছেন।’ 

কানপুর টেস্টে ২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম দিনের চা বিরতির আগে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছিল নিউজিল্যান্ড। এরপর শেষ সেশনে কিউইদের ৫ উইকেট তুলে নিয়েছিল ভারত।

যদিও আলোক স্বল্পতার কারণে খেলা আগেভাগে শেষ হওয়ায় শেষ উইকেট তুলে নিতে পারেনি ভারতীয় বোলাররা। ফলে ম্যাচটি ড্র হয়েছে। ম্যাচ শেষে কানপুরের গ্রিন পার্কে মাঠকর্মীদের প্রধান শিব কুমারের হাতে ৩৫ হাজার রুপি তুলে দেন দ্রাবিড়।