বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ, স্বস্তিতে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:12 সোমবার, 29 নভেম্বর, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

চতুর্থ দিন হিসেবে ২০২ রানের লক্ষ্য সহজ নয়। তারপরও পাকিস্তানের দুই ওপেনার যেভাবে ব্যাটিং করলেন, তাতে চিন্তার ভাঁজ বাংলাদেশের কপালে। দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের কোনো উইকেট না নিতে পারা মুমিনুলবাহিনী এখন উল্টো ব্যাকফুটে। শেষ দিন জিততে হলে পাকিস্তানকে করতে হবে আর মাত্র ৯৩ রান। তবে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। কারণ ঘুরে দাঁড়াতে বাংলাদেশকে নিতে হবে ১০ উইকেট!

২০২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা পাকিস্তানের ওপেনারদের কোনো প্রকার বিপদে ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। আবিদ আলী-আবদুল্লাহ শফিকের দাপুটে ব্যাটিংয়ে উল্টো লাইন-লেন্থ হারিয়ে বসেন স্বাগতিক বোলাররা। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান স্কোরবোর্ডে তোলে পাকিস্তান। আবিদ ৫৬ এবং শফিক ৫৩ রানে অপরাজিত থাকেন।

চতুর্থ দিন সকালে ৪ উইকেটে ৩৯ রান নিয়ে খেলতে নেমে স্কোরবোর্ডে ৪ রান যোগ করতেই মুশফিকুর রহিমকে হারিয়ে বসে বাংলাদেশ। হাসান আলীর বল ছাড়তে গিয়ে স্টাম্প ভেঙে যায় তার। ৩৩ বলে ১৬ রান করেন তিনি। ৫ ব্যাটসম্যানের বিদায়ের পর একপ্রান্তে লড়াই চালাতে থাকেন অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি।

তাকে দারুণ সঙ্গ দেন লিটন কুমার দাস। তবে তাদের ৩৭ রানের জুটিতে বাঁধা হয়ে দাঁড়ায় শাহীন শাহ আফ্রিদির বাউন্সার। হেলমেটের পেছনে বল লাগায় কন কনকাশন মাঠ ছাড়েন ইয়াসির। সে সময় তিনি অপরাজিত ৩৬ রানে। কনকাশন সাব হিসেবে একাদশে জায়গা পান নুরুল হাসান সোহান।

ইয়াসির মাঠ ছেঁড়ে যাওয়ার ক্রিজে আসেন মেহেদি হাসান মিরাজ। তবে তিনি লিটনকে বেশীক্ষণ সঙ্গ দিতে পারেননি। দুজনের ব্যাটে দলীয় ১০০ পার করলেও সাজিদ খানের ঘূর্ণিতে লেগ বিফরের ফাঁদে পড়েন মিরাজ। ১১ রান করে ফেরেন তিনি।

ক্রিজে নেমে নুরুল হাসান সোহান খানিকক্ষণ সঙ্গ দেন লিটনকে। হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। তবে ১৫ রানে সাজিদের শিকার হয়ে ফেরেন নুরুল। ১৫৩ রানে নুরুল ফিরলে দলীয় ১৫৭ রানে শাহীন আফ্রিদির বলে ৫৯ রানে লেগ বিফরের ফাঁদে পড়েন লিটন।

এরপর বাকি ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে আর কোন রান যোগ করতে পারেননি। সাজিদ ও আফ্রিদি তুলে নেন তাইজুল এবং আবু জায়েদকে। ১৫৭ রানে অল আউট হয় বাংলাদেশ। পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২০২ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দুই ওপেনারের হাফ সেঞ্চুরিতে কোন উইকেট না হারিয়ে ১০৯ রানে দিন শেষ করে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর: (চতুর্থ দিন পর্যন্ত)

বাংলাদেশ (১ম ইনিংস): ৩৩০ (১১৪.৪ ওভার) (লিটন ১১৪) (হাসান ৫/৫১)

পাকিস্তান (১ম ইনিংস): ২৮৬ (১১৫.৪) (আবিদ ১৩৩) (তাইজুল ৭/১১৬)

বাংলাদেশ (২য় ইনিংস): ওভারে ১৫৭ অল আউট (৫৬.২ ওভার) (লিটন ৫৯) (শাহীন ৫/৩২)

পাকিস্তান (২য় ইনিংস): ১০৯/০ (৩৩ ওভার) (আবিদ ৫৬*, আবদুল্লাহ ৫৩*)