ভারত-নিউজিল্যান্ড সিরিজ

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় কানপুর টেস্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:39 রবিবার, 28 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চতুর্থ দিন শেষে জমে উঠেছে কানপুর টেস্ট। দ্বিতীয় ইনিংসে ভারত সাত উইকেটে ২৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। শেষ বিকেলে ২৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইল ইয়ংকে হারিয়ে ৪ রান তুলেছে নিউজিল্যান্ড। তাই শেষ দিনে অপেক্ষা করছে জমজমাট এক লড়াই।

আগের দিনের এক উইকেটে ১৪ রান নিয়ে দিন শুরু করা ভারত এদিন উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। চেতেশ্বর পূজারা ও মায়াঙ্ক আগওয়াল সকালের সুইং সামলে ভালো শুরুর আভাষ দিচ্ছিলেন। কিন্তু দলীয় ৩২ রানে এই টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন কাইল জেমিসন।

চার নম্বরে নেমে এদিনও ব্যাট হাতে ব্যর্থ আজিঙ্কা রাহানে। মাত্র ৪ রান করে আইজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন এই টপ অর্ডার ব্যাটার। এরপর মায়াঙ্ক ও রবীন্দ্র জাদেজা দ্রুত ফিরলে ৫১ রানেই ৫ উইকেট হারায় ভারত।

দলকে এমন বাজে অবস্থা থেকে টেনে তুলেন অভিষিক্ত শ্রেয়াস আইয়ার ও রবীচন্দ্রন অশ্বিন। ষষ্ঠ উইকেটে তাদের ৫২ রানের জুটিতে  একশো পার হয় ভারতের স্কোর। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি পেয়েছেন আইয়ার। অভিষিক্ত এই টপ অর্ডার ব্যাটার ফিরেছেন ৬৫ রান করে।

শেষ দিকে ব্যাট করতে নেমে এদিন দুর্দান্ত খেলেছেন ঋদ্ধিমান সাহা। এই উইকেটরক্ষক ব্যাটারের উইলো থেকে আসে অপরাজিত ৬১ রান। শেষ বিকেলে সাত উইকেট হারিয়ে ২৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করেন ভারত অধিনায়ক। আর তাতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাড়ায় ২৮৪ রানের।

কিউইদের হয়ে এদিন দারুণ বোলিং করেছেন দুই পেসার টিম সাউদি ও কাইল জেমিসন। দুজনই সমান তিনটি করে উইকেট ভাগাভাগি করেছেন। বাকি এক উইকেট শিকার করেছেন আইজাজ প্যাটেল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই উইকেট হারিয়ে ৪ রান তুলে দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত (১ম ইনিংস)- ৩৪৫/১০ (১১১.১ ওভার) (আইয়ার ১০৫, গিল ৫২; সাউদি ৫/৬৯, জেমিসন ৩/৯১)

নিউজিল্যান্ড (১ম ইনিংস)- ২৯৬/১০ (১৪২.৩ ওভার) (ল্যাথাম ৯৬, ইয়ং ৮৯; অক্ষর ৫/৬২, অশ্বিন ৩/৫০)

ভারত (২য় ইনিংস)- ২৩৪/৭ (৮১ ওভার) (আইয়ার ৬৫, ঋদ্ধিমান ৬১ *, জেমিসন ৩/৪০, সাউদি ৩/৭৫)

নিউজিল্যান্ড (২য় ইনিংস)- ৪/১ (৪ ওভার) (ল্যাথাম ২*, ইয়ং ২; অশ্বিন ১/২)