বিগ ব্যাশ ২০২১-২২

বিগ ব্যাশে গোলাপি জার্সিতে দেখা যাবে জর্ডানকে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:53 রবিবার, 28 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিগ ব্যাশের নতুন মৌসুমে ভিন্ন দলের জার্সিতে দেখা যাবে ক্রিস জর্ডানকে। সিডনি সিক্সার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইংলিশ এই পেস বোলিং অলরাউন্ডার। তবে পুরো মৌসুম না খেললেও, গোলাপি জার্সির এই দলটির হয়ে ৫ ম্যাচ খেলবেন তিনি। 

কার্লোস ব্রাথওয়েটের বদলি হিসেবে জর্ডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সিক্সার্স কর্তৃপক্ষ। মূলত কাঁধের চোটে ভুগছেন ব্রাথওয়েট। ইতোমধ্যেই তার কাঁধে অস্ত্রোপাচার হয়েছে এবং সেরে উঠতে বেশ কয়েক মাস সময় লাগবে। তাই বিগ ব্যাশে অংশ নেয়া হচ্ছে না তার।

বিগ ব্যাশের পুরাতন মুখ জর্ডান। তিনটি ভিন্ন দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন তিনি। ২০১৬-১৭ মৌসুমে এডিলেড স্ট্রাইকার্স, সিডনি থান্ডারের হয়ে খেলেছেন ২০১৮-১৯ সালে এবং সবশেষ মৌসুমে খেলেছেন পার্থ স্কোরসার্চের হয়ে।   

জর্ডানকে সিক্সার্সে অন্তর্ভুক্ত করার বিষয়টি গণমাধ্যমকে নিচিস্ত করেন নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট বিভাগের প্রধান মাইকেল ক্লিঙ্গার। তিনি বলেন, 'ইনজুরির কারনে কালোর্সের ছিটকে পড়েছে। এটা তার ও দলের জন্য হতশাজনক। জর্ডান বিশ্বমানের টি-টোয়েন্টি ক্রিকেটার এবং সে তিন বিভাগেই সিক্সারদের জন্য কার্যকরী হবে।'

ইংল্যান্ডের হয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে দারুণ সময় পার করছেন জর্ডান। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। আসরে ৬ ম্যাচ খেলে শিকার করেছেন ৬ উইকেট। পাশাপাশি ডেথ ওভারে তার দুর্দান্ত বোলিং ছিল মনে রাখার মতো।

ক্লিংগার আরও বলেন, 'তার বোলিংয়ে বৈচিত্র আছে এবং ডেথ ওভারে বোলিং করার সক্ষমতা আছে। পাশাপাশি সে একজন বিশ্বমানের ফিল্ডার। বিগ ব্যাশে সিক্সার্সের জন্য সে গুরুত্বপূর্ণ সম্পদ।