Connect with us

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে গেইলের বিদায়ী ম্যাচ নিয়ে ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচেই ইঙ্গিত মিলেছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন ক্রিস গেইল। এরপর অবশ্য অনেকদিন সময় পার হয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও এই ব্যাটসম্যান থেকে এই প্রসঙ্গে কোন তথ্য মেলেনি। তবে অবশেষে অবসর প্রসঙ্গে মুখ খুললেন গেইল।

শনিবার গেইল জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তাকে দেখা যাবে কিনা, সেটার কোনও নিশ্চয়তা নেই। অন্যদিকের খবর অবশ্য ভিন্ন। গেইল যেন নিজ শহরে বিদায়ী ম্যাচ খেলতে পারে সেটার পরিকল্পনা করছে ডাব্লিউআইসিবি।

বিশ্বকাপের শেষ ম্যাচে ৪২ বছরের বয়সী এই জ্যামাইকান তারকা নিজের শহরে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও তাঁর সেই ইচ্ছাকে সম্মান জানাতে চাইছে।

শনিবার ক্যারিবিয়ান বোর্ডের প্রেসিডেন্ট রিকি স্কারিট ক্রিকবাজকে বলেছেন, ‘এই বিষয়টি নিয়ে এখনও ভাবনাচিন্তা চলছে। চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভও ইঙ্গিত দিয়েছেন, সম্ভবত জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে গেইল তাঁর নিজের শহরে টি-টোয়েন্টি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। তবে সবকিছুই এখন আলোচনার পর্যায়ে রয়েছে। 

গ্রেভ বলেন, ‘জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডিআই খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আর তার পর সাবিনা পার্কে একটি টি-টোয়েন্টি খেলবে ওরা। আমি আশা করি, যদি ভক্তদের সাবিনা পার্কে প্রবেশের অনুমতি দেওয়া হয় তবে আমাদের জন্যেও ক্রিসের হোম গ্রাউন্ডে ওকে বিদায় জানানোর একটি ভাল সুযোগ হবে।’ 

সর্বশেষ

৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২২

তিন নম্বরেও ব্যর্থ জয়, ব্যাকফুটে বাংলাদেশ 'এ'

৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২২

‘ইমার্জেন্সি ফিল্ডার’ হিসেবে ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ওমর

৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২২

শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ করল বিসিসিআই

৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২২

ভারত বিশ্বকাপে বাংলাদেশকে সেমি-ফাইনালে দেখছেন কার্তিক

৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২২

ভারতকে হোয়াইটওয়াশ করাও সম্ভব: সুজন

৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২২

টেস্ট দলে জাকির, নেই তামিম

৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২২

চট্টগ্রামে ২ জায়গায় পাওয়া যাবে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২২

ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার কারণ অনুসন্ধানে নামবেন রোহিত

৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২২

রিয়াদ ভাই সিনিয়র হয়েও আমাকে শ্রদ্ধা করেছেন, এটা ভালো লেগেছে: মিরাজ

৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২২

রোহিতের বীরত্বে মুগ্ধ দ্রাবিড়

আর্কাইভ

বিজ্ঞাপন