বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

কান্ডজ্ঞানহীন শট খেলে বোল্ড মুশফিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:19 রবিবার, 28 নভেম্বর, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আগের দিন চার উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ছিলো এমনিতেই চাপে। চতুর্থ দিনে ব্যাট করতে নামেন আগের দিন দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম এবং ইয়াসির আলি রাব্বি। হাসান আলির প্রথম বলেই চার মেরে দিনের খেলা শুরু করেন মুশফিক। 

কিন্তু তিন নম্বর বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হয়ে ফিরে যান মিস্টার ডিপেন্ডবল। আউট হওয়ার আগে তিনি করেছেন মাত্র ১৬ রান। শেষ খবর পর্যন্ত দ্বিতিয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৫ রান। পাকিস্তানের থেকে ৮৯ রানে এগিয়ে স্বাগিকরা।

৪ উইকেট হারিয়ে উল্টো কোণঠাসা বাংলাদেশ:

প্রথম ইনিংসে ৪৪ রানের লিডের পরও স্বস্তিতে তৃতীয় দিন শেষ করতে পারেনি বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৯ রান। বাংলাদেশের হয়ে ১২ রানে মুশফিকুর রহিম ও ৮ রান নিয়ে অপরাজিত আছেন অভিষিক্ত ইয়াসির আলী। লিডের পর বড় সংগ্রহ গড়ে প্রতিপক্ষকে চাপে রাখার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। যদিও দ্রুত ৪ উইকেট হারিয়ে এখন স্বাগতিকরাই কোণঠাসা।

পাকিস্তানের বিপক্ষে লিড নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। পাকিস্তানের বোলার ও ফিল্ডারদের আবেদনে আউট দিয়েছিলেন আম্পায়ার।

যদিও রিভিউ নিয়েছিলেন সাদমান। রিপ্লেতে দেখা যায় শাহীনের ইন সুইং বল সাদমানের লেড স্টাম্প হালকা ছুঁয়ে গেছে। ফলে আম্পায়ার্স কলের কারণে আউট হয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। এরপর নাজমুল হোসেন শান্ত কোনো রান না করেই আউট হয়েছেন স্লিপে ক্যাচ দিয়ে। তিনি ছিলেন শাহীনের দ্বিতীয় শিকার। এরপর অধিনায়ক মুমিনুল হককেও রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ দেখান হাসান আলী।

টানা দুই বাউন্ডারিতে দারুণ খেলতে থাকা সাইফ হাসান পানি পানের বিরতির খানিক পরেই শাহীনের বাউন্সার সামলাতে গিয়ে তার হাতেই ক্যাচ তুলে দিয়েছেন ব্যক্তিগত ১৮ রানে। এরপর দিনের বাকি সময়টা পাড়ি দিয়েছেন ইয়াসির ও মুশফিক। পাকিস্তানের ফিল্ডাররা হাত না ফসকালে আরও দুইটি উইকেট হারাতে পারতো বাংলাদেশ।

এর আগে আর্লি মর্নিং ব্যাটিংয়ে নামা দল শুরুতেই উইকেট হারিয়েছিল প্রথম দুই দিন। তৃতীয় দিনও ভিন্ন কিছু ঘটেনি। সুবিধা কাজে লাগিয়ে প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। এরপর একে একে নিয়েছেন ৭টি উইকেট। তাতেই লন্ডভন্ড পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।

প্রথম ইনিংসে করা বাংলাদেশের ৩৩০ রানের জবাবে পাকিস্তান গুটিয়ে গেছে ২৮৬ রানে। এতে করে দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে এগিয়ে থেকে ব্যাটিং করতে নামবে মুমিনুল হকের দল। আগের দিন সেঞ্চুরির অপেক্ষায় থাকা পাকিস্তানের ব্যাটার আবিদ আলি সেঞ্চুরি হাঁকিয়ে আউট হয়েছেন ১৩৩ রানে।

দিনের খেলার প্রথম ওভারেরই আব্দুল্লাহ শফিককে হারিয়ে বসে পাকিস্তান। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান তাইজুল। ৫২ রান করে ফেরেন তিনি। এরপরের বলেই একই ভঙ্গিতে আজহার আলীকে বিদায় করেন এই স্পিনার।

জোড়া উইকেট হারিয়ে বসা পাকিস্তানের হাল ধরতে ক্রিজে আসেন বাবর আজম। অন্যদিকে ৯৪ রান নিয়ে ব্যাটিং শুরু করা আবিদ আলী তুলে নেন সেঞ্চুরি। তবে বাবর তাকে বেশীক্ষণ সঙ্গ দিতে পারেননি।

মেহেদি হাসান মিরাজের অফ স্ট্যাম্পের বাইরের বল ব্যাট ফাঁকি দিয়ে সোজা আঘাত হানে বাবরের স্ট্যাম্পে। ১০ রান করে সাজঘরে ফিরে যান পাকিস্তানের অধিনায়ক। ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসা পাকিস্তান আরও বিপদে ফেলেন ফাওয়াদ আলম।

তাইজুল ইসলামের ঘুর্নিতে ৮ রানে ফেরেন এই ব্যাটসম্যান। তাইজুলের ভেতরে আসা বল ফাওয়াদের গ্লাভসে লাগার পর ক্যাচ নেন লিটন। কিন্তু আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন মুমিনুল হক। রিপ্লেতে দেখা যায় বলটি ফাওয়াদের গ্লাভসে লেগেছে।

৪ উইকেট হারানো পাকিস্তানের হয়ে লড়তে থাকেন আবিদ। রিজওয়ানকে সঙ্গে নিয়ে নিয়ে লাঞ্চ বিরতিতে যান তারা। তবে লাঞ্চের পর বোলিংয়ে নেমে রিজওয়ানকে ফিরিয়ে দেন এবাদত হোসেন।

বলের লাইন মিস করে লেগ বিফরের ফাঁদে পরেন রিজওয়ান। একই ভঙ্গিতে আবিদকে ১৩৩ রানে তুলে নেন তাইজুল। যা তার চতুর্থ শিকার। এর দুই ওভার পর হাসান আলীকে স্টাম্পিংয়ে আউট করে ব্যক্তিগত পঞ্চম উইকেট তুলে নেন তাইজুল।

এরপরের বলেই নোমান আলীকেও লেগ বিফরের ফাঁদে ফেলেন এই স্পিনার। বাকি আর একটি উইকেটও তার দখলে। ফাহিমকে উইকেটর পেছনে লিটনের ক্যাচ বানিয়ে পাকিস্তানের প্রথম ইনিংসের ইতি টানেন বাঁহাতি এই স্পিনার।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ (১ম ইনিংস)- ৩৩০/১০ (১১৪.৪ ওভার) (লিটন ১১৪, মুশফিক ৯১; হাসান ৫/৫১, ফাহিম ২/৫৪)

পাকিস্তান (১ম ইনিংস)- ২৮৬/১০ (১১৫.৪ ওভার) (আবিদ ১৩৩, শফিক ৫২; তাইজুল ৭/১১৬; এবাদত ২/৪৭)

বাংলাদেশ (২য় ইনিংস)- ৩৯/৪ (১৯ ওভার) (সাইফ ১৮, মুশফিক ১২; শাহিন ৩/৬, হাসান ১/১৯)