ভারত-নিউজিল্যান্ড সিরিজ

ভারতের স্পিন বিষে নাকাল নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:39 শনিবার, 27 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কানপুর টেস্টে তৃতীয় দিনে দাপট দেখিয়েছেন ভারতীয় বোলাররা। বিশেষ করে স্বাগতিক স্পিনাররা। এদিন অক্ষর প্যাটেল-রবিচন্দ্রন অশ্বিনদের ঘূর্ণিতে নাজেহাল কিউই ব্যাটিং লাইন আপ। বিনা উইকেটে ১২৯ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড এদিন অলআউট হয়েছে ২৯৬ রানে।

আগের দিনে দারুণ ব্যাটিং করা দুই কিউই ওপেনার তৃতীয় দিনের সকালে সাবধানী শুরু করেন। তবে ব্যাক্তিগত ৮৯ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে কাটা পড়েন উইল ইয়ং। এই ওপেনারের বিদায়ে ভাঙ্গে ১৫১ রানের ওপেনিং জুটি। 

দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন টম ল্যাথাম। কিন্তু ব্যাক্তিগত ১৮ রান করে  সাজঘরে ফেরেন নিউজিল্যান্ড অধিনায়ক। এর পরের সময়টায় কেবল আসা যাওয়ার-মধ্যেই ছিলেন কিউই ব্যাটাররা। 

এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন ল্যাথাম। আগের দিন হাফ সেঞ্চুরি পাওয়া এই ওপেনার শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন সেঞ্চুরি না পাওয়ার হতাশা সঙ্গী করে। মাত্র ৫ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া হয়নি তার।

কানপুর টেস্টের প্রথম ইনিংসে দুই ওপেনার ছাড়া বলার মতো রান করতে পারেননি আর কোনো কিউই ব্যাটার। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড অলআউট হয়েছে ২৯৬ রানে। আর তাতে প্রথম ইনিংসে ভারত লিড নিয়েছে ৪৯ রানের। কিউইদের ব্যাটিং ব্যর্থতার দিনে ছড়ি ঘুরিয়েছেন অক্ষর-অশ্বিনরা। 

নিউজিল্যান্ডের দশ উইকেটের মধ্যে নয়টি ভাগাভাগি করেছেন তিন স্বাগতিক স্পিনার। অক্ষর একাই শিকার করেছেন ৫ উইকেট। আর আরেক অভিজ্ঞ স্পিনার অশ্বিন পেয়েছেন তিন উইকেট। শেষ বিকেলে ভারত ব্যাটিংয়ে নামলে শুভমান গিলের উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলে ১৪ রান।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত (১ম ইনিংস)- ৩৪৫/১০ (১১১.১ ওভার) (আইয়ার ১০৫, গিল ৫২; সাউদি ৫/৬৯, জেমিসন ৩/৯১)

নিউজিল্যান্ড (১ম ইনিংস)- ২৯৬/১০ (১৪২.৩ ওভার) (ল্যাথাম ৯৬, ইয়ং ৮৯; অক্ষর ৫/৬২, অশ্বিন ৩/৫০)

ভারত (২য় ইনিংস)- ১৪/১ (৫ ওভার) (পূজারা ৯*, মায়াঙ্ক ৪*; জেমিসন ১/৮)