promotional_ad

উইকেটশূন্য তবুও বোলারদের পাশে দাঁড়াচ্ছেন লিটন

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের ৩৩০ রানের জবাবে বিনা উইকেটে ১৪৫ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান। দিনের দ্বিতীয় সেশন থেকেই বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক।


হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই ওপেনারই। ৯৩ রান নিয়ে অপরাজিত আবিদ ও ৫২ রান নিয়ে মাঠ ছেড়েছেন শফিক। টাইগার বোলারদের এমন হতশ্রী পারফরম্যান্সের পরও তাদের পাশে দাঁড়াচ্ছেন এই টেস্টে প্রথম সেঞ্চুরি পাওয়া লিটন দাস।


promotional_ad

তিনি জানিয়েছেন, তাইজুল ইসলাম, এবাদত হোসেনরা বাংলাদেশের টেস্ট বোলার। এদের প্রত্যেকেই বাংলাদেশ দলকে অনেক সময় উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছেন। তাই তাদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই এই উইকেটরক্ষক ব্যাটারের।


লিটন বলেন, 'আপনি কীভাবে বাজে বোলিং লাইন আপ বলতে পারেন? যে কয়টা বোলার খেলছে সবাইতো টেস্ট বোলার। এবাদত, রাহি এরা দুজনেই টেস্ট বোলার এবং অনেক উপকারও করেছে, সাহায্য করেছে, উইকেটও নিয়েছে। তাইজুল, মিরাজকে নিয়েতো সন্দেহই নেই। তো এখানে বাজে বোলিংয়ের তো কিছু নেই।'


চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। অনেকেই আশা করেছিল প্রথম ইনিংসে রানের পাহাড় গড়বে স্বাগতিকরা। যদিও দ্বিতীয় দিনের শুরু থেকেই উইকেট হারিয়ে ৩৩০ এর বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি বাংলাদেশ।


লিটন মনে করেন তিনি আর মুশফিকুর রহিম যদি আরেকটু ভালো ব্যাটিং করতেন তবে বাংলাদেশের সংগ্রহটা ৪০০-৪৫০ রান হতে পারতো। বল হাতেও ২-৩ উইকেট নিতে পারলে বাংলাদেশের এগিয়ে থাকার সুযোগ ছিল। তবে এই মুহূর্তে দুই দলেরই সমান সম্ভাবনা দেখছেন লিটন।


তার ভাষ্য, 'এখন ফলের দিকে চিন্তা করা যাচ্ছে না। আমি আগেও বললাম আমি ও মুশফিক ভাই যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম তাহলে ৪০০-৪৫০ রান থাকত। তাহলে ভিন্ন সিনারিও থাকতো। আবার বোলিংয়ে ২-৩ উইকেট নিতে পারতাম তাহলে সিনারিও ভিন্ন হতে পারত। তবে এখনও খেলা দুই পক্ষে আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball