বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বাংলাদেশকে ৩৫০ এর মধ্যে থামাতে চায় পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:04 শুক্রবার, 26 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মাত্র ৪৯ রানেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে প্রতিরোধ গড়ে বাংলাদেশকে ২৫৩ রানে পৌঁছে দিয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। প্রথম দিন শেষে দুজনই অপরাজিত আছেন।

লিটন সেঞ্চুরি তুলে নিয়ে ১১৩ রানে খেলছেন। আর মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৮২ রান করে। দুই অপরাজিত ব্যাটসম্যান যেভাবে খেলছেন বাংলাদেশ বড় সংগ্রহের স্বপ্ন দেখতেই পারে।

যদিও দ্বিতীয় দিনে পাকিস্তানের লক্ষ্য কি হবে সেটা জানিয়ে দলটির পেসার হাসান আলী বলেছেন, বাংলাদেশকে ৩৫০ রানের মধ্যে থামাতে পারলে দারুণ ব্যাপার হবে।

হাসানের ভাষ্য, 'আমার মনে হয়, ওরা ভালো অবস্থানে আছে। ২৫৩ রানে দিন শেষ করেছে। ক্রিজে এখন দুই জন থিতু ব‍্যাটসম‍্যান আছে, ওরা যেভাবে খেলছে, তাতে যদি ওদের ৩৫০ রানের আগে থামাতে পারি, তাহলে সেটা হবে অসাধারণ।'

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম দিনের শুরুটা একেবারেই ভালো ছিল না বাংলাদেশের। সেই আক্ষেপ ঘুচিয়ে দ্বিতীয় দিনে বাংলাদেশ দারুণ শুরু করতে চাইবে।

এই দুই থিতু ব্যাটসম্যানের পরে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আছেন কেবল অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি ও স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রয়োজনে ব্যাট হাতে দায়িত্ব সামলাতে পারেন তাইজুল ইসলামও। বাংলাদেশের ৪০০ পেরুনো সংগ্রহ অমূলক নয় বটেই।