বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

টি-টোয়েন্টির সঙ্গে টেস্টের কেন তুলনা হবে, লিটন প্রসঙ্গে প্রিন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:43 শুক্রবার, 26 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ফরম্যাট বদলাতেই যেন বদলে গেলেন লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এর আগের ম্যাচগুলোতে টানা ব্যর্থতার কারণে জায়গা হারিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে। কিন্তু জার্সির রং বদলাতেই যেন এই পাকিস্তানের বিপক্ষেই অভিষেক টেস্ট সেঞ্চুরি হাঁকালেন ডানহাতি এই ব্যাটসম্যান।

মাস দুইয়েকের মধ্যে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখে ফেলা লিটন চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে অপরাজিত আছেন ১১৩ রানে। তাই তো সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স মনে করছেন, এমন ইনিংসের পর সবাই নির্ধিধায় লিটনকে ক্লাস ব্যাটসম্যানের কাতারে রাখবে। 

এই ইনিংসের আগেরটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ রানের ইন্নিংস খেলেছিলেন লিটন। এর আগে একবার করেছিলেন ৯৪ রান। তবে কাঙ্ক্ষিত মাইলফলকটি এসেছে শুক্রবার। প্রিন্স আরও জানিয়েছেন, চট্টগ্রামে অনুশীলনকালীন দুই একটি টেকনিকাল বিষয় নিয়ে কাজ করেছিলেন এই ব্যাটসম্যান।     

প্রিন্স বলেন, 'তার আজকের ব্যাটিং দেখে যে কেউ দ্বিধাহীনভাবে স্বীকার করবে সে একজন ক্লাস ব্যাটার। আজ সে সেটাই দেখিয়েছে। সর্বশেষ টেস্টে ৯৫ রান করেছিল, অল্পের জন্য শতক পায়নি। আজ শতক করতে পেরেছে। দুই-একটি টেকনিক্যাল জিনিস নিয়ে কাজ করেছে। ক্রিজে দারুণ ভারসাম্য দেখিয়েছে। এত স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে, এটা দেখা অনেক উপভোগ্য ছিল।'

'ড্রেসিংরুমে সবাই অনেক খুশি ছিল। বিশ্বকাপে ব্যর্থতার সময় আমি তাকে কিছু বলিনি। সে নিজেই আগেভাগে চট্টগ্রামে এসে টেস্টের জন্য তৈরি হয়েছে। দিনশেষে ক্র্যাম্পটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল। ক্র্যাম্পের পর লিটন চাচ্ছিল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত যেন উইকেটে থাকতে পারে। বরফ লাগানো হচ্ছে। আজ রাতে শুশ্রূষা করা হবে। আশা করছি কাল আবারও ওরা ব্যাট করতে নামবে। আরও যোগ করেন তিনি।

এদিকে প্রিন্স আরও জানিয়েছেন, লিটনকে তিনি টি-টোয়েন্টির ফর্ম দিয়ে বিচার করতে চান না। কেন টেস্ট চলাকালীন রঙিন জার্সির ফর্ম নিয়ে আলোচনা হচ্ছে তাও বুঝতে পারছেন না এই প্রোটিয়া। 

প্রিন্স বলেন, 'আমি বুঝতে পারছি না কেন দুটি ফরম্যাট নিয়ে কথা হচ্ছে। দুটো ভিন্ন ফরম্যাট, একসঙ্গে কেন মেলাচ্ছে সবাই। টেস্টে যে কেউই ব্যাটিং কোর্টে সময় পায়। সম্পূর্ণ ভিন্ন মানসিকতা থাকে। এখানে ইনিংসটাকে আপনার মিনিটে মিনিটে মেরামত করতে হয়। সে দারুণ ডিভেন্স করেছে, স্টাম্পের বাইরের বল বুঝে শুনে ছেড়েছে। সে ইতিবাচক ছিল সব সময়।'