বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

মুশফিক-লিটনদের মানসিক দৃঢ়তায় মুগ্ধ প্রিন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:37 শুক্রবার, 26 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রান করে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন লিটন দাস আর সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের ইনিংস কত রানে থামবে? এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথম দিনের সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের জন্য কত রান নিরাপদ হবে।

প্রিন্স জানিয়েছেন, সেটা ৪০০ বা ৫০০ হতে পারে। যদিও এটা যথেষ্ট কিনা এই বিষয়ে তিনিও নিশ্চিত নন। এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার অধিনায়ক মুমিনুল হকের ওপর ছেড়ে দিয়েছেন টাইগার ব্যাটিং কোচ।

তিনি বলেছেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী। ৪০০ বা ৫০০ যথেষ্ট কি না কেউই জানে না। যতক্ষণ না অধিনায়ক যথেষ্ট রান মনে করছে ততক্ষণ দল ব্যাট করবে।'

লিটন ও মুশফিক অবিছিন্ন ২০৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন। প্রিন্স মনে করেন এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে মানসিক দৃঢ়তার প্রয়োজন ছিল। যেটা বেশ ভালোভাবেই করে দেখিয়েছেন মুশফিক-লিটন।

প্রিন্সের ভাষ্য, ‘ছেলেরা যে মানসিকতা দেখিয়েছে তাতে আমি খুব গর্বিত। অনেক সময় কোচ হিসেবে টেকনিক্যাল বিষয়গুলো দেখবেন। কিন্তু আমি তাদের মানসিক দৃঢ়তায় মুগ্ধ। টেস্টে ৪৯ রানে ৪ উইকেট হারানোর পর ব্যাট করতে নামা খুব কঠিন টেস্ট ক্রিকেটে।'

লিটন-মুশফিকদের মানসিক দৃঢ়তার প্রশংসা করতে গিয়ে প্রিন্স বলেন, 'কঠিন পরিস্থিতিতে নিজেকে খুঁজে পেতে মানসিক দৃঢ়তা লাগে। আপনার সেই আত্মবিশ্বাস লাগবে যে দলকে আপনি এই পরিস্থিতি থেকে বের করে আনতে পারবেন এবং ভালো জায়গায় নিয়ে যাবেন।'