promotional_ad

লিটন-মুশফিকের প্রশংসায় হাসান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৪ উইকেটে ২৫৩ রান করে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। লিটন দাস সেঞ্চুরি করে অপরাজিত আছেন ১১৩ রানে। আর মুশফিকুর রহিম দ্বিতীয় দিন ৮২ রান নিয়ে ব্যাটিং শুরু করবেন।


মাত্র ৪৯ রানের মধ্যে বাংলা???েশ টপ অর্ডারের ৪ উইকেট হারিয়েছিল। সেখান থেকে ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে বিপর্যয় সামাল দেয়ার সঙ্গে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন লিটন-মুশফিক।


promotional_ad

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের এই দুই ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের পেসার হাসান আলী। তিনি মনে করেন এই দুজন যেভাবে খেলেছেন তারা প্রশংসার দাবিদার। 


হাসানের ভাষ্য, 'আমরা শুরুতে উইকেট তুলে নিয়ে প্রথম সেশনে দারুণ শুরু করেছিলাম। লিটন দাস ও মুশফিকুর রহিম যেভাবে খেলেছে তারা প্রশংসার দাবিদার। তারা আসলেই ভালো খেলেছে।'


বিপর্যয় সামাল দেয়ার পথে পঞ্চম উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও গড়েছেন লিটন-মুশফিক। এর আগে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটিটি ছিল মেহরাব হোসেন জুনিয়র ও মুশফিকুর রহিমের।


তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৮ সালে ১৪৪ রান যোগ করেছিলেন। এদিকে হাসান জানিয়েছেন, বাংলাদেশ যত রানই করুক এই রানের জবাব দেয়ার সামর্থ্য আছে পাকিস্তানের ব্যাটসম্যানদের।


হাসান বলেন, 'পিচ স্লো এবং ব্রেক থ্রু এনে দিতে আমাদের ভালো জায়গায় বল করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশ ভালো জায়গায় আছে। আমাদের ব্যাটসম্যানরাও ভালো ফর্মে আছে এবং এমন উইকেটে তারাও ভালো স্কোর করার সামর্থ্য রাখে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball