আইপিএল

বেঙ্গালুরুতেই থাকছেন কোহলি-পাডিকাল-ম্যাক্সওয়েল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:31 শুক্রবার, 26 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে বিরাট কোহলি, দেবদূত পাডিকাল ও গ্লেন ম্যাক্সওয়েলকে ধরে রাখছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফ্র্যাঞ্চাইজিটির গেম ডেভেলপমেন্ট শাখার এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট ডট কম।

এই তিন জনের পরপরই বেঙ্গালুরুর পছন্দের তালিকায় আছেন মোহাম্মদ সিরাজ। তবে চতুর্থ ক্রিকেটার হিসেবে যুবেন্দ্র চাহালও আছেন টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায়। শেষপর্যন্ত তাদের দুই জনের কোনো একজন টিকে যেতে পারেন বেঙ্গালুরুর ধরে রাখা চার ক্রিকেটারের তালিকায়।

গত আসর শেষে বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়েছেন কোহলি। তারপরও ফ্র্যাঞ্চাইটির প্রথম পছন্দের ক্রিকেটারের তালিকায় আছেন তিনি। বেঙ্গালুরুর গেম ডেভেলপমেন্ট শাখার এক কর্মকর্তা ক্রিকেট ডট কমকে বলেন, 'অবশ্যই সে (কোহলি) প্রথম পছন্দ।'

২০২২ সালের আইপিএলে ৮ দলের পরিবর্তে দেখা যাবে ১০ দলকে। এর আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। এখানে প্রত্যেক দল মোট চার জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। যেখানে ভারতের সর্বোচ্চ তিনজন এবং বিদেশি সর্বোচ্চ দুইজন ক্রিকেটার রাখতে পারবে দলগুলো।

আর নতুন দল দুটি নিলামের বাইরে পছন্দ মতো তিন জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে। যেখানে দুইজন ভারতের ও একজন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে।

কোনো দল সর্বোচ্চ চার জন ক্রিকেটার ধরে রাখতে চাইলে ৯০ কোটির মধ্যে ৪০-৪৫ শতাংশ খরচ করতে পারবে। আর কোনো ক্রিকেটার ধরে না রাখতে চাইলে সেক্ষেত্রে বেধে দেয়া নির্দিষ্ট পরিমাণ অর্থের মধ্যে থেকে ৩৬-৪০ শতাংশ খরচ করতে পারবে দলগুলো।