ভারতীয় ক্রিকেট

হার্দিককে অলরাউন্ডার হিসেবে ধরছেন না কপিল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:00 শুক্রবার, 26 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কাঁধের ইনজুরির কারণে অনেকদিন ধরেই বল করতে পারছেন না হার্দিক পান্ডিয়া। এর ফলে বেশ ভুগতে হচ্ছে ভারতীয়দেরও। এ কারণে তাকে অলরাউন্ডার হিসেবেও ধরছেন না ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কপিল দেব জানিয়েছেন, হার্দিক তো বোলিংই করছেন না। তাকে কিভাবে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়? কারণ শুধু ব্যাটিং দিয়ে তো অলরাউন্ডার বিচার করা যায় না।

কপিল বলেন, 'ওকে আমি অলরাউন্ডার হিসেবে ধরছি না এখন। হার্দিক তো বোলিংই করে না। তাহলে কি ভাবে ওকে অলরাউন্ডার বলব? শুধুমাত্র ব্যাটিং দিয়ে কে কতটা ভালো অলরাউন্ডার, তা বিচার করা যায় না।'

ভারতের ক্রিকেটীয় ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ধরা হয় কপিলকে। তাকেই বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার বেছে নিতে বলা হয়েছিল। তিনি স্বদেশী রবিচন্দ্রন অশ্বিনক ও রবীন্দ্র জাদেজাকে বেছে নিয়েছেন। যদিও জাদেজার বোলিংয়ের ধার নিয়ে কিছুটা আক্ষেপ করেছেন তিনি।

অলরাউন্ডার বেছে নিয়ে কপিলের ভাষ্য, 'দেশের বাইরের অলরাউন্ডার কেন বাছতে যাব। আমার দেশেই তো অলরাউন্ডার রয়েছে। রবিচন্দ্রন অশ্বিন দারুণ। রবীন্দ্র জাদেজা বোলার হিসেবে দুরন্ত শুরু করেছিল। এখন ও অনেক পরিণত। বেশ ভালো ব্যাটিং করে। তবে আগের মতো বলে সেই ধারটা নেই।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই রবি শাস্ত্রীকে সরিয়ে ভারতের কোচ করা হয়েছে রাহুল দ্রাবিড়কে। কোহলি-রোহিতদের অধিনায়ক হিসেবে তাকে বেছে নেয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন কপিল। তাকে দুই-তিন বছর সময় দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

কপিল বলেন, 'ভালো মানুষ। ভালো ক্রিকেটার। সবেমাত্র কাজ শুরু করেছে। এখনই ওর পারফরম্যান্স নিয়ে কথা বলা উচিত নয়। দু-তিন বছর সময় দেওয়া দরকার। তারপর ওর পারফরম্যান্স নিয়ে মন্তব্য করব।'