বাংলাদেশ ক্রিকেট

অস্ত্রোপচারের জন্য ভারতে গেলেন অভিষেক দাস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:29 বৃহস্পতিবার, 25 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য পেস বোলিং অলরাউন্ডার অভিষেক দাস। ফাইনালে তিন উইকেট নিয়ে টাইগারদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

তারই সতীর্থ শরিফুল ইসলাম এখন বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ। জাতীয় দলের আঙিনাতেই আছেন আকবর আলী, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়রা। 

অন্যদিকে পিঠের ইনজুরি নিয়ে দিনের পর দিন ভুগছেন অভিষেক। অবশেষে পিঠের অস্ত্রোপচারের জন্য বুধবার ভারতে গেছেন এই পেসার। যদিও তাকে উন্নত চিকিৎসার জন্য দুবাই পাঠানোর পরিকল্পনা ছিল বিসিবির।

অনেক কিছু ভেবে ভারতেই এই যুব বিশ্বকাপ জয়ী পেসারের চিকিৎসা হচ্ছে ভারতে। গত বছর যুব বিশ্বকাপ শেষে ১৫ মার্চ একটি লিস্ট 'এ' ম্যাচ খেলেছিলেন অভিষেক।

এরপর পিঠের চোটের কারণে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলা হয়নি তার। দীর্ঘদিন নিজেকে ফিরে পেতে রিহ্যাভ চালিয়ে গিয়েছেন। যদিও কিছুতেই কাজ হচ্ছিলো না।

দেড় বছর মাঠের বাইরে কাটানোর পর তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠিয়েছে বিসিবি।। সেখানে অস্ত্রোপচারের পরই জানা যাবে তার মাঠে ফিরতে কত সময় লাগবে।