নেদারল্যান্ডস ক্রিকেট

সুপার লিগ বাতিল করায় হতাশ নেদারল্যান্ডসের প্রধান কোচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:13 বৃহস্পতিবার, 25 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০২৭ বিশ্বকাপে থাকছে না সুপার লিগ পদ্ধতি। যার ফলে আবারও বড় দলগুলোর বিপক্ষে বাড়তি ম্যাচ খেলার সুযোগ হারাচ্ছে সহযোগী দেশগুলো। আইসিসির এমন সিদ্ধান্তের কোনো ব্যাখা খুঁজে পাচ্ছেন না রায়ান ক্যাম্পবেল। নেদারল্যান্ডসের প্রধান কোচের মতে সহযোগী দেশগুলোর জন্য এটা হতাশাজনক।

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে তিন বছর মেয়াদী সুপার লিগে খেলছে মোট ১৩টি দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে অংশ নিয়েছে ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল নেদারল্যান্ডস।

কিন্তু আগামী ২০২৭ বিশ্বকাপে থাকছে না এই পদ্ধতি। সেখানে র‍্যাংকিংয়ের সেরা দশ দল সরাসরি খেলবে। আর বাছাই পর্ব পেরিয়ে আসবে আরও চার দল। আইসিসির এমন সিদ্ধান্তকে হতাশজনক বলছেন নেদারল্যান্ডসের প্রধান কোচ।

ক্যাম্পবেল বলেন, 'দল হিসেবে একটি সহযোগী দেশকে বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ করে দেওয়ার জন্য সুপার লিগ পদ্ধতি করা হয়েছিল। সুপার লিগের খেলার মাধ্যমে ডাচ ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ডাচ টেলিভিশনে সরাসরি ক্রিকেট খেলা দেখানো হয়েছিল।'

তিনি আরও বলেন, 'সুপার লিগ পদ্ধতি তুলে দেয়ার সিদ্ধান্ত সকল সহযোগী দেশগুলোর জন্য হতাশাজনক, তবে এমন সিদ্ধান্তই নেয়া হয়েছে। প্রতিটি সহযোগী দেশ ভাবছে এর পরে কী হবে?'

২০২৩ বিশ্বকাপ বাছাইয়ে সুপার লিগ পদ্ধতি থাকায় বড় দলগুলোর বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পেয়েছে নেদারল্যান্ডস। এই লিগ পদ্ধতি তুলে দেয়ায় আগামী ২০২৩ বিশ্বকাপের পর আর এমন সুযোগ পাবে না সহযোগী দেশগুলো।

ক্যাম্পবেল বলেন, 'আমরা কীভাবে খেলব? আমরা আমাদের ম্যাচগুলো কোথায় পাব? বিশ্বকাপ লিগ টু কোন মানের হবে? আপনি কীভাবে র‍্যাংকিংয়ে উপরে ওঠবেন এবং ২০২৭ বিশ্বকাপে জন্য প্রতিযোগিতা করবেন? কাপ? আমাদের অনেক উত্তর খুঁজে বের করতে হবে।'