পাকিস্তান- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছেন না হাফিজ-মালিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:27 বৃহস্পতিবার, 25 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন না মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। ব্যাক্তিগত কারণে এই দ্বিপাক্ষিক সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য তাদের বিবেচনায় না রাখতে ইতোমধ্যেই তারা কথা বলেছেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তাদের জায়গায় তরুণদের সুযোগ দিচ্ছে বোর্ড।

পিসিবি একটি সূত্র বলেছে, 'মালিক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোতে খেলতে আগ্রহী এবং পাকিস্তানি নির্বাচকদের সে শুধুমাত্র গুরুত্বপূর্ণ সিরিজের জন্য তাকে বিবেচনা করার জন্য বলেছে।'

মালিক-হাফিজরা লম্বা সময় ধরেই পাকিস্তান দলকে সার্ভিস দিচ্ছেন। দুজনই দাঁড়িয়ে আছেন ক্যারিয়ারে গোধূলি লগ্নে। তাই টিম ম্যানেজমেন্ট তাদের ওপর নির্ভরতা কমিয়ে তরুণদের সুযোগ দিতে আগ্রহী।

পিসিবি সূত্র আরও জানিয়েছে, 'মালিক বা হাফিজের ওপর নির্ভরতা কমিয়ে মূলত হায়দার আলী, সোহাইব মাকসুদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, দানিশ আজিজ, আজম খানের মতো খেলোয়াড়দের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে, তাদের আরও বেশি ম্যাচ খেলার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং সমান সংখ্যক ওয়ানডে খেলবে পাকিস্তান। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে করাচিতে। আগামী ৯ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।