অবসর

অনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:27 বুধবার, 24 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে সতীর্থদের অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। যদিও এরপর থেকেই এই বিষয়টি সংবাদমাধ্যমের সঙ্গে এড়িয়ে গিয়েছিলেন তিনি।

সেই ম্যাচে প্রথম ইনিংসে ২৭৮ বলে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ। যা ছিল তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ম্যাচটিতে বাংলাদেশ জিতেছিল ২২০ রানের ব্যবধানে।

সাদা পোশাকের ক্রিকেটে ৫০ ম্যাচ খেলে ৩৩.৪৯ গড়ে ২ হাজার ৯১৪ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। লম্বা ক্যারিয়ারে ছয়টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

অবসর প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেছেন, ‘যে ফরম্যাটে আমি দীর্ঘদিন ধরে ছিলাম সেটা ছেড়ে দেওয়া সহজ নয়। আমি সবসময়ই উচুঁতে যাওয়ার কথা ভেবেছিলাম এবং আমি বিশ্বাস করি এটাই আমার টেস্ট ক্যারিয়ার শেষ করার সঠিক সময়।’

সর্বশেষ জিম্বাবুয়ে সফর দিয়ে ১৬ মাস পর টেস্ট দলে ফেরানো হয়েছিল মাহমুদউল্লাহকে। প্রত্যাবর্তনের সেই টেস্টকেই অবসরের সেরা সময় ভেবে নিয়েছিলেন এই অলরাউন্ডার। বিদায় বেলায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে কৃতিজ্ঞতা জানিয়েছেন তিনি।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমি টেস্ট দলে ফিরে আসার পর আমাকে সমর্থন করার জন্য বিসিবি সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আমাকে সবসময় উৎসাহিত করার জন্য এবং আমার ক্ষমতার ওপর বিশ্বাস করার জন্য আমার সতীর্থদের ও সহায়তা কর্মীদের ধন্যবাদ জানাই। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারাটা একটা পরম সম্মান ও সৌভাগ্যের বিষয় এবং আমি অনেক স্মৃতি মনে রাখব।’