নেদারল্যান্ডস ক্রিকেট

নেদারল্যান্ডসের পরবর্তী হেড কোচ ডেসকাটে?

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:51 বুধবার, 24 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নেদারল্যান্ডসের প্রধান কোচের দায়িত্ব পেতে পারেন রায়ান টেন ডেসকাটে। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন ডাচদের বর্তমান প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডেসকাটে। এর আগে নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ৩৩ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলেছেন ডেসকাটে। ওয়ানডেতে ৫ সেঞ্চুরিতে ৬৭ গড়ে করেছেন এক হাজার ৫৪১ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত এক হাজার রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মাঝে সর্বোচ্চ গড় তাঁর। এছাড়া ২৪ টি-টোয়েন্টিতে করেছেন ৫৩৩ রান। বল হাতে ওয়ানডেতে ৫৫ এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৩ উইকেট। ক্রিকেটার হিসেবে সফল টেন ডেসকাটের কোচিং ক্যারিয়ার শুরু করাটা এখন সময়ের ব্যাপার মাত্র।

ক্যাম্পবেল বলেন, 'আমি জানি যে, সত্যিই সে কোচিংয়ে আগ্রহী। সে এখন ইংল্যান্ডে 'লেভেল থ্রি' করছে। সে অনেক দিক থেকেই কাজের ডাক পেয়েছে এতে আমার কোনো সন্দেহ নেই।'

তিনি আরও বলেন, 'সত্যি কথা বলতে, আমি সম্ভবত এই আসনটি শুধুই ধরে আছি কারণ পরের বার আপনি এখানে আসলে প্রধান কোচ হিসেবে হয়তো তার ইন্টারভিউ নেবেন, আমার নয়।'

নেদারল্যান্ডসের ক্রিকেট ইতিহাসের সেরা এই ব্যাটারের সান্নিধ্যে উন্নতি করবে তরুণরা এমনটাই প্রত্যাশা প্রধান কোচের। ক্যাম্পবেলের মতে, শুধুই ক্রিকেটার নয়, মানুষ হিসেবেও তাকে অনুকরণ করা উচিত।

ডাচ প্রধান কোচ বলেন, 'আমাদের তরুণ ব্যাটিং লাইন আপ টেন ডেসকাটের মতো একজনের কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছে এটা আপনি কোনো কিছুর বিনিমেয় পাবেন না। আশা করছি, আমাদের তরুণরা তার সঙ্গে থাকার ফলে ক্রিকেটার হিসেবে যেমন উন্নতি করবে তেমনি মানুষ হিসেবেও।'