বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

জয়কে অনুপ্রেরণা দিচ্ছে জাতীয় লিগের পারফরম্যান্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:43 বুধবার, 24 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয়। যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটার দারুণ ফর্মে আছেন জাতীয় লিগের এবারের মৌসুমে।

চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা জয় ঢাকা মেট্রোর বিপক্ষে ১১২ ও ২৯ রানের ইনিংস খেলেছিলেন। এরপর বরিশাল বিভাগের বিপক্ষে ১২১ রানের ইনিংস তার জাতীয় দলের দরজা খুলে দিয়েছে।

টেস্ট দলে ডাক পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে এই ব্যাটার বলেছেন, 'আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। সবারই স্বপ্ন থাকে টেস্ট স্কোয়াডে চান্স পাওয়ার। আমি প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছি। আমি অনেক খুশি।'

যুব বিশ্বকাপের পর থেকেই ঘরোয়া ক্রিকেটে বেশ ধারাবাহিক পারফরম্যান্স করেছেন জয়। ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১০ ইনিংসে ২টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিতে তার রান ৪৬০। এই পারফরম্যান্স জাতীয় দলে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটার।

তিনি বলেন, 'জাতীয় লিগে বেশ কয়েকটি ইনিংস ভালো খেলেছি। আমার আত্মবিশ্বাস এখন ভালো আছে। তার আগে এইচপি ও এ টিমের প্রস্তুতি ম্যাচেও আমি ভালো একটা ইনিংস খেলেছি। তাই আমি প্রস্তুত আছি, সামনের ম্যাচগুলোতে ভালো খেলার জন্য।'

জাতীয় দলের জন্য আলাদা কোনো পরিকল্পনা আঁটছেন না জয়। সুযোগ পেলে নিজের স্বাভাবিক ব্যাটিংটাই করতে চান তিনি। জয়ের ভাষ্য, 'আসলে তেমন কোনো আলাদা পরিকল্পনা নেই। সুযোগ পেলে আমি আমার স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করবো।'