ভারতীয় ক্রিকেট

অস্ট্রেলিয়া বিশ্বকাপে চাহালের সুযোগ দেখছেন কার্তিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:00 বুধবার, 24 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে দুর্দান্ত ছিলেন যুবেন্দ্র চাহাল। তারপরও তার সুযোগ মেলেনি সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে নিশ্চিতভাবেই থাকবেন এই লেগ স্পিনার, এমনটাই বিশ্বাস দীনেশ কার্তিকের।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ভারতের। নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে তারা। এই দুই ম্যাচে একেবারেই ব্যর্থ ছিলেন ভারতের স্পিনাররা। সবমিলিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে চাহালের খেলার সম্ভাবনা দেখছেন কার্তিক।

চাহাল প্রসঙ্গে কার্তিক বলেন, 'সে বিদেশের মাটিতেও একজন ভালো বোলার। ভারত যখন পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া সফর করবে তখন তার এই গুণটি মাথায় রাখা গুরুত্বপূর্ণ।'

তিনি আরো বলেন, 'আমি নিশ্চিত সে সেই ফ্লাইটে অস্ট্রেলিয়া যাবে। আর আমি এটাও জানি রোহিত তাকে অনেক বিশ্বাস করে। তাদের সম্পর্ক শুধু মাঠের বাইরেই মজবুত নয়, মাঠেও তাদের ভালো আলোচনা হয়।'

সর্বশেষ আইপিএলে রয়্যল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সেরা পারফর্মারদের একজন ছিলেন চাহাল। আসরে ১৫ ম্যাচে ১৮টি উইকেট শিকার করেছিলেন তিনি। যেখানে তাঁর ইকোনমি ছিল ৭.০৫।

কার্তিক বলেন, 'তাকে ফর্মে ফিরতে দেখে ভালো লাগছে। সে তার যোগ্যতা দেখিয়েছে। আইপিএলের দ্বিতীয় লেগে চ্যাম্পিয়নের মতো বোলিং করেছে। সে ভারতের সেরা একজন স্পিনার।'