বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

এমন উইকেটে খেললে কখনোই সফল হবে না, বাংলাদেশকে শোয়েব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:17 বুধবার, 24 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর এবার ঘরের মাঠে রঙিন পোশাকেও মলিন বাংলাদেশ। বিশ্বকাপের আগে যেখানে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়েছিল মাহমুদউল্লাহবাহিনী, সেখানেই পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে দলটি।

সিরিজের প্রথম দুই ম্যাচে পাকিস্তানকে টক্কর দিতে না পারলেও শেষটিতে এসে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। যদিও ইনিংসের শেষ বলে মোহাম্মদ নাওয়াজের এক বাউন্ডারিতে আশাহত হয় বাংলাদেশ। ফলে হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

টানা এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও শোয়েব আখতার মনে করছেন, আগামী বিশ্বকাপও জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ। তবে ঘরের মাঠে নিয়মিত এমন উইকেটে খেললে লাল-সবুজের দলটি কখনওই সফল হবে না। নিজের ফেসবুক পেজে এক ভিডিওতে এ কথা জানান শোয়েব।

শোয়েব বলেন, ‘আমি তো তাদের (বাংলাদেশ) এই বিশ্বকাপের অন্যতম দাবিদার মনে করেছি। এমনকি আগামী বিশ্বকাপ জেতার সামর্থ্যও তাদের রয়েছে। কিন্তু এমন উইকেটে খেললে তারা কখনোই সফল হবে না৷'

'তাই ভালো উইকেটে খেলতে হবে। বাউন্সি উইকেটে তাদের খেলার অভ্যাস করতে হবে। বাংলাদেশের জনগণের ক্রিকেট নিয়ে পাগলামি অনেক। কিন্তু তাদের ক্রিকেট তো এভাবে এগোতে পারে না। তাদের ক্রিকেট অবকাঠামোর দ্রুত পরিবর্তন করা খুব জরুরি।' আরও যোগ করেন তিনি।

রঙিন পোশাকে টানা হারের পর এবার লঙ্গার ভার্সনে মাঠে নামবে বাংলাদেশ। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর ঢাকায় হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।