ভারত-নিউজিল্যান্ড সিরিজ

ভারতের বিপক্ষে ৩ স্পিনার খেলানোর ইঙ্গিত স্টেডের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:38 মঙ্গলবার, 23 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। সিরিজের প্রথম ম্যাচটি হবে কানপুরে। এই ম্যাচে তিন স্পিনার নিয়ে একাদশ সাজানোর ইঙ্গিত দিয়েছেন কিউই কোচ গ্যারি স্টেড।

কেন উইলিয়ামসনদের কোচ মনে করেন আহমেদাবাদে ইংল্যান্ড যে ধরনের উইকেটে খেলেছিল, নিউজিল্যান্ডকে এমন উইকেট দেবে না ভারত। ফলে তিনি ধরেই নিচ্ছেন স্পিন বান্ধব উইকেটে খেলা হবে।

স্টেড বলেন, 'আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে এখানে দলগুলো এসে কেন জিতে না। টেস্ট ক্রিকেট সবসময়ই চ্যালেঞ্জের। ঐতিহ্যগতভাবে চার পেসার নিয়ে খেলা উচিত এবং একজন পার্ট টাইম স্পিনার খেলানো এখানে কোনো উপায় হতে পারে না। আপনি এই ম্যাচে তিন স্পিনার দেখতে পারেন এবং এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে উইকেট দেখে।'

টেস্টে নিউজিল্যান্ডের একাদশে দেখা যায় ৩-৪ জন করে পেসার। ভারতের মাটিতে কিউইরা নিজেদের পরিকল্পনায় পরিবর্তন আনছে এটা নিশ্চিত করেই বলে দিয়েছেন স্টেড। তবে কিছু কিছু ক্ষেত্রে টেস্ট ক্রিকেটের মূল নীতিতে তারা অটুট থাকবেন বলে জানিয়েছেন কিউই কোচ। 

তার ভাষ্য, 'আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যেভাবে খেলি এটা পরিবর্তন করতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে টেস্ট ক্রিকেটের মূল নীতিতে আমাদের অটুট থাকতে হবে। আমরা চেষ্টা করব লম্বা সময় প্রতিদ্বন্দ্বিতা করতে।'

চ্যালেঞ্জিং কন্ডিশন প্রসঙ্গে স্টেডের ভাষ্য, 'এটা অস্বীকার করার উপায় নেই যে এই কন্ডিশন বেশ চ্যালেঞ্জিং। কিন্তু পার্থক্যটা হলো আমাদের দুই ভেন্যুতে দুটি টেস্ট খেলতে হবে। তারা (ইংল্যান্ড) বেশ কয়েকটি টেস্ট খেলেছিল একই ভেন্যুতে। আমরা জানি কানপুরে কিছুটা ভিন্নতা আছে।'